শিরোনাম
◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার

প্রকাশিত : ১৮ জুন, ২০১৯, ০৬:১৪ সকাল
আপডেট : ১৮ জুন, ২০১৯, ০৬:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় বিচ্ছিন্ন করা হলো ২০ কিলোমিটার অবৈধ গ্যাস সংযোগ

ডেস্ক রিপোর্ট : অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করছে কর্তৃপক্ষকুমিল্লার চান্দিনায় প্রায় ২০ কিলোমিটার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে বাখরাবাদ গ্যাস কোম্পানি। সোমবার (১৭ জুন) উপজেলার মাধাইয়া ইউনিয়নের কুটুম্বপুর সামিট পাওয়ার প্ল্যান্ট সংলগ্ন স্থানে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। বাংলা ট্রিবিউন

বাখরাবাদ গ্যাস কোম্পানির ছয় ইঞ্চি পাইপ ছিদ্র করে অবৈধভাবে মাধাইয়া ইউনিয়নের কমপক্ষে সাতটি এবং পাশের দেবীদ্বার উপজেলার ভানী ইউনিয়নের চারটি গ্রামে গ্যাস সংযোগ দিয়ে গ্রাহকদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেয় শাহজাহান নামে এক ঠিকাদার।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির উপ-মহাব্যবস্থাপক মো. হেলাল উদ্দিন শিকদার বলেন, ‘রমজান মাসে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর আমরা বিষয়টি জানতে পারি। পবিত্র রমজান মাস এবং ঈদের ছুটি থাকায় তাৎক্ষণিকভাবে আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারিনি। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সোমবার উচ্ছেদ অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।’

তিনি আরও বলেন, ‘ছয় ইঞ্চি পাইপের তিনটি স্থান শনাক্ত করে সংযোগ বিচ্ছিন্ন করেছি। এতে পাঁচটি গ্রামের ২০ কিলোমিটার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। দেড় কিলোমিটার সংযোগ উচ্ছেদ করা হয়েছে। পর্যায়ক্রমে ২০ কিলোমিটার লাইন উচ্ছেদ করা হবে।’

উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন– নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এসএম জাকারিয়া, র‌্যাব-১১ সিপিসি ২-এর কোম্পানি কমান্ডার প্রবণ কুমার, চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল ফয়সলসহ বাখরাবাদ গ্যাস ডিসট্রিবিউশন কোম্পানির কর্মকর্তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়