শিরোনাম

প্রকাশিত : ১৮ জুন, ২০১৯, ১০:৪৭ দুপুর
আপডেট : ১৮ জুন, ২০১৯, ১০:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউ মেড মি ক্রাই টুডে, সাকিব আল হাসান!

আক্তারুজ্জামান : বাংলাদেশে জন্ম নিয়েছেন বলেই হয়তো তাকে বারবার দুয়োধ্বিন শুনতে হয়। কিন্তু কখনো পিছিয়ে পড়েননি তিনি। বরং নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন বারবার। সেই সাকিব আল হাসান আজো জিতিয়েছেন বাংলাদেশকে। তাকে নিয়েই অনলাইন ম্যাগাজিন এগিয়ে চলোর একটি অসাধারণ রিপোর্ট। আমাদের সময়.কম পাঠকদের জন্য লেখাটি তুলে ধরা হলো।

ইংল্যান্ডের সবচেয়ে ছোট বাউন্ডারির মাঠ। পৃথিবীর সেরা বোলারকেও ক্যারিবিয়ান দানবদের সামনে ভেবে চিন্তে বোলিং করতে হতো। পিচে স্পিনারদের জন্যে কিচ্ছু নাই, কেউ এখানে একাদশে স্পিনারই রাখেনা, মাগুরার আকাশের মত বিশাল ছাতির ছেলে সেখানে দিচ্ছে ফ্লাইট, ‘নে, মার পারলে’।

ঝাপিয়ে পড়ে রান বাঁচাতে দেখে মন আতকে উঠল, মাত্রই তো ইনজুরি থেকে এসেছে! তামিমের সাথে এত বেশি কথা বলতে কখনো দেখিনি, আজ দুজনের জুটিতে বার বার পরামর্শ হলো, তাতে তাকেই বেশি সপ্রতিভ দেখায়। তামিম চলে গেল, গেল মুশফিক। পরাজয়ের চিরপরিচিত চোখরাঙানি তখন উকি দিচ্ছে জোরেশোরে। স্ট্রেইটে দুইটি চারে যেন তা একটু একটু দূরে সরে গেল।

৬ হাজার রান পূরণে মার্ক নিকোলাস কমেন্ট্রিবক্সে তার বন্দনায় ক্রিকেটের মহারথীদের উদাহরণ টানলেন। আহা, এমন দিনই তো দেখতে চেয়েছিলাম! টিভি স্ক্রিনে দেখাল ক্রিকেটের হল অফ ফেমের চিত্র। ক্রিকেটের সবচেয়ে উজ্জ্বল মঞ্চে তাকে নিয়ে কথা হচ্ছে, চলছে সে কত বড় ক্রিকেটার তা নিয়ে রোমান্টিসিজম; কতকাল অপেক্ষা করে আছি এমন ক্ষণ দেখার অপেক্ষায়!

নিজের সেঞ্চুরির পরে ব্যাটটা একটু উচিয়েই উৎযাপন সারা, দৃষ্টি তখনো বহুদূরে, জয়ের দিকে। অথচলিটন ফিফটি করতেই পিচের আরেক প্রান্তে দৌড়ে এসে জড়িয়ে ধরল ওকে, অভিনন্দন জানাল। এই বিশ্বকাপকে সামনে রেখে কত প্রস্তুতি, কত ত্যাগ, কত কষ্ট। প্রতিবারের মত এবার আর শেষের আগেই উইকেট নিয়ে আসার পণ করেছেন যেন।

লিটন একটা ফলস শট খেলার পর ডেকে বুঝালো ওর উইকেটের গুরুত্ব, জয় তো এখনো আসেনি লিটন! পরের বলে লিটনকে ঠান্ডা মাথায় সোজা ব্যাটে সিঙ্গেল নিতে দেখে নিশ্চয়ই বড় ভাই সাকিবের চেয়ে খুশি আর কেউ হয়নি। তারপরের টানা তিন ছক্কা লিটনের নামে লেখা থাকবে, আমি বহু বছর পরেও পাশে অদৃশ্য ব্রাকেটে সাকিবের নাম লেখা দেখব।

ইউ মেড মি ক্রাই টুডে, সাকিব আল হাসান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়