শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৮ জুন, ২০১৯, ০৩:৩৪ রাত
আপডেট : ১৮ জুন, ২০১৯, ০৩:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ায় বিভিন্ন স্থানে মোবাইল কোর্টের অভিযান: অর্থ দণ্ড এবং বিপুল পরিমাণ ভারতীয় ওষধ জব্দ

ম, রফিক, বগুড়া প্রতিনিধি : গতকাল আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর সহায়তায় বগুড়ার শহরের বিভিন্ন স্থানে পৃথক ২টি অভিযান চালিয়েছে মোবাইল কোর্ট । এসময় বেশ কয়েকটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অর্থ দণ্ড এবং বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ জব্দ করে আদালত ।

একটি দায়িত্বশীল সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) মুহা তাজউদ্দিনের নের্তৃতে এপিবিএন এর সমন্বয়ে একটি মোবাইল কোর্ট শহরের বিভিন্ন স্থানে অভিযান চালায়। মোবাইল কোর্টের অভিযানকালে শহরের নাটাইপাড়া এলাকায় এগ্রোএগ্রোবিট নামের একটি প্রতিষ্ঠানকে সরকারি নিয়মনীতি মেনে না চলায় ৩০হাজার টাকা, শহরের চেলোপাড়া এলাকার মা চিকিৎসালয়ে অভিযান কালে মেয়াদ উর্ত্তীণ ঔষধ রাখার দায়ে প্রতিষ্ঠানটিকে ১০হাজার টাকা জরিমানা করেন মোবাইল কোর্টের বিজ্ঞ বিচারক ।

একই সময় কোর্ট সেখান থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোখের লেন্সসহ মূল্যবান চিকিৎসা সামগ্রী জব্দ করে । ঔষধ ও লেন্সগুলোর বৈধতা এবং আমদানি কাগজপত্র পরীক্ষা করা হচ্ছে।

এসময় এপিবিএনর এসআই মোয়াজ্জে, উপজেলা প্রাণি বিষয়ক কর্মকর্তা ডা. সেলিম হোসেন শেখ, আহসান হাবিব পেশকার জামিউল ইসলাম উপস্থিত ছিলেন ।

অপরদিকে পৃথক এক অভিযান কোর্ট বগুড়া জেলার সদর থানাধীন সাথমাথা সুপার মার্কেট এলাকায় পরিচালনা করে ২০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এসময় ৪ এপিবিএন, সহযোগীতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোছা. রওনক জাহান মোবাইলকোর্ট পরিচালনা করেন।

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. রওনক জাহান মূল্যের তালিকা প্রদর্শন না করা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য ব্যবহার করার অপরাধে “মর্ডান জেন্টস্ পার্লার-এর প্রোপাইটর শ্রী মিঠু শীলকে (৩০) ১০হাজার টাকা এবং “বিসিএল বিউটি পার্লার এন্ড সেলুন” এর প্রোপাইটর মো. মাসুদ রানাকে( ৪৮) ১০হাজার - টাকা অর্থদণ্ড প্রদান করেছেন।

সম্পাদনা ; মিঠুন রাকসাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়