শিরোনাম
◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী

প্রকাশিত : ১৮ জুন, ২০১৯, ০২:৫৬ রাত
আপডেট : ১৮ জুন, ২০১৯, ০২:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্যালককে খুন করে মাছের গাড়ি ছিনতাই করলো ভগ্নিপতি !

মাহফুজ নান্টু, কুমিল্লা প্রতিনিধি : স্বপ্নেও ভাবতে পারেননি আপন ছোট বোন জামাইয়ের হাতে খুন হবেন শ্যালক কামাল হোসেন। কিন্তু দুঃস্বপ্নকেই বাস্তবে রূপদান করলো আপন ছোট বোনজামাই । শ্যালককে খুন করে মাছভর্তি পিকআপ নিয়ে পালিয়ে গেল ভগ্নিপতি নিজাম।

সোমবার ভোররাত কুমিল্লা নগরীর চাঁনপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কামাল হোসেন (৩৪) জেলার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের কারপাই গ্রামের হাজী আবদুল মতিনের ছেলে।

নিহতের বড়ভাই কবির হোসেন জানান, রবিবার রাতে ছোট ভাই কামাল হোসেন, ভগ্নিপতি নিজাম উদ্দিনকে সাথে নিয়ে বাড়ির পুকুর থেকে মাছ ধরে । মাছগুলি বেশি দামে বিক্রির জন্য ভোর ৪টায় কামাল হোসেন তার আপন ছোট ভগ্নিপতি নিজাম উদ্দিনসহ পিকআপ ভর্তি মাছ নিয়ে নগরীর চকবাজারের উদ্দেশ্য রওনা হন।

ভোর সাড়ে ৫ টায় ভগ্নিপতি নিমাজ উদ্দিন নিহত কামালের বড় ভাই কবির হোসেনকে মুঠো ফোনে জানান, চানপুর ব্রিজ এলাকায় তাদের মাছের গাড়ি দূর্ঘটনায় পড়েছে। এমন খবরে কবির হোসেন দ্রুত ঘটনা স্থলে এসে পৌছে দেখেন ব্রিজের উপর কামাল হোসেন উপুড় হয়ে পড়ে আছেন।

এ সময় আশে-পাশে দূর্ঘটনা কবলিত কোনো পিকআপ না দেখে তিনি ভগ্নিপতি নিজামকে ফোন দেন। কিন্তু নিজামের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ঘটনার কিছুক্ষণ পর টহল পুলিশের একটি দল ঘটনাস্থলে আসলে পুলিশের সহযাগিতায় কামাল হোসেনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণ করেন। ঘটনার পর থেকে ভগ্নিপতি নিজামের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। নিজামের বাড়ি জেলার আদর্শ সদর উপজলার পাঁচথূবী ইউনিয়নের মিরপুর গ্রামে। পিতার নাম মোহাম্মদ আলী।

এ বিষয়ে কুমিল্লা কতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ছালাম মিয়া জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। ঘটনার বিষয় পুলিশ তদন্ত করছে। রিপোর্ট হাতে পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদনা : মিঠুন রাকসাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়