শিরোনাম
◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৮ জুন, ২০১৯, ০২:৪৫ রাত
আপডেট : ১৮ জুন, ২০১৯, ০২:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রতিটি হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা দেয়ার আশ্বাস মমতার, ধর্মঘট প্রত্যাহার করলেন ডাক্তাররা

লিহান লিমা: আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে নিয়ে ডাক্তারদের সুরক্ষায় ১০টি প্রস্তাব দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সোমবার রাজ্য সচিবালয়ে মমতার সঙ্গে এক ঘণ্টা বৈঠকের পর টানা ৭ দিনের ধর্মঘট তুলে নেয়ার ঘোষণা দেন ডাক্তাররা। মমতাও হাসপাতালে পুলিশ মোতায়েনসহ ডাক্তারদের নিরাপত্তা ও সুরক্ষায় কার্যকর ব্যবস্থা নেয়ার কথা বলেন। দ্য হিন্দু, এনডিটিভি

গত ১০ই জুন, সোমবার পশ্চিমবঙ্গের এনআরএস হাসপাতালে এক রোগী মারা যান। রোগীর আত্মীয়-স্বজনরা দুই জুনিয়র চিকিৎসককে মারধর করেন। এই ঘটনায় দেশজুড়ে বিক্ষোভের ডাক দেন ডাক্তাররা। শনিবার মমতার ডাকা রুদ্ধদ্বার বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করে আন্দোলন অব্যাহত রাখেন তারা। সারা দেশের ডাক্তাররা এই আন্দোলনে একাত্মতা ঘোষণা করলে বন্ধ থাকে দেশজুড়ে জরুরি পরিসেবা। রোববার প্রকাশ্যে বৈঠকের শর্তে আলোচনার বসার কথা বলেন ডাক্তাররা। মমতা শর্ত মেনে নিলে সোমবার বিকেল ৩টায় আলোচনায় বসেন দুই পক্ষ।

বৈঠকে ডাক্তররা বলেন, ‘আমরা কাজে ফিরতে চাই। কিন্তু আমাদের ভয়ের সঙ্গে কাজ করতে হয়। আমাদের কাজের পরিবেশ দেওয়া হোক। সাধারণ মানুষ অনেক ক্ষেত্রে কষ্ট পান। আমরাও নিরূপায়। আমরা প্রতিবাদ না করে আর কোনও উপায় খুঁজে পাচ্ছি না।’ এই সময় মমতা বলেন, ডাক্তারদের মারধরের ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। মুখ্যমন্ত্রী আরো বলেন, ডাক্তারদের নিরাপত্তা ও সুরক্ষায় ১০টি পদক্ষেপ গ্রহণ করা হবে। এছাড়া সরকারী হাসপাতালে ডাক্তারদের নিরাপত্তা নিয়ে মঙ্গলবার ভারতের সুপ্রিমকোর্টে শুনানি হওয়ার কথা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়