শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ১৮ জুন, ২০১৯, ০২:০২ রাত
আপডেট : ১৮ জুন, ২০১৯, ০২:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানী ঢাকায় জনসংখ্যানুপাতে বৃক্ষ নেই, সংসদে পরিবেশ মন্ত্রী

আসাদুজ্জামান সম্রাট : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দীন বলেছেন, দেশের প্রাণকেন্দ্র রাজধানী ঢাকা শহরে যে সংখ্যক জনসংখ্যার বসতি রয়েছে, সে তুলনায় যে হারে গাছ বা বৃক্ষ থাকার কথা ছিল, (৩ গুণ) তা নেই। এমনকি এ কারণে পরিবেশ দূষণের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাবে মানব মৃত্যুহার নির্ধারণে দেশে সরকারিভাবে কোনো সমীক্ষা পরিচালনা করা হয়নি।

ফলে পরিবেশ দূষণে কতো সংখ্যক মানুষ মারা যাচ্ছে, তার কোনো পরিসংখ্যান মন্ত্রণালয়ের জানা নেই বলেও জানান মন্ত্রী।
সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য এম আবদুল লতিফ ও মোহাম্মদ শহিদ ইসলামের টেবিলে উত্থাপিত আলাদা আলাদা প্রশ্নের জবাবে সংসদকে এসব তথ্য জানান তিনি।

মন্ত্রী বলেন, পরিবেশ দূষণের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাবে মানব মৃত্যুহার বিষয়ে দেশে সরকারি পর্যায়ে কোনো সমীক্ষা পরিচালনা করা হয়নি। এ বিষয়ে পরিসংখ্যানগত সঠিক তথ্য সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মনজুর হোসেনের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশে সংরক্ষিত বনের আয়তন ১৮ লাখ ১৮ হাজার ২১৮ দশমিক ৭৯ একর। এই বনভূমিতে ৩৯০ প্রজাতির বৃক্ষ আছে। এসব বৃক্ষের মধ্যে সুন্দরী, গেওয়া, গর্জন, সেগুন ও শাল ইত্যাদি।

সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা ইসলামের প্রশ্নের জবাবে বন মন্ত্রী বলেন, দেশে তাপমাত্রা বৃদ্ধিরোধে বন অধিদপ্তরের আওতায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং রাজস্ব বাজেটের আওতায় সড়ক, রেল ও বাঁধের পাশে প্রতিবছরই গাছ লাগানোর কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এই কর্মসূচির আওতায় চলতি অর্থবছরে বিভিন্ন সড়ক, রেল ও বাঁধের পাশের ১ হাজার ৩০০ কিলোমিটার বাগান সৃজন করা হচ্ছে।

লক্ষীপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শহিদ ইসলামের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এটা সত্য যে জনসংখ্যার তুলনায় ৩ গুণ গাছ ঢাকা শহরে নেই। রাজধানীকে পরিবেশ বিপর্যয় থেকে রক্ষায় ব্যাপক হারে গাছ লাগানোর লক্ষ্যে বন অধিদপ্তর জাতীয় পর্যায়ে বৃক্ষমেলার আয়োজন করে। প্রতি বছরই এ মেলায় প্রায় ১২ লাখ থেকে ১৩ লাখ বনজ, ফলজ এবং ঔষধি গাছের চারা বিক্রি হয়। সম্পাদনা: অশোকেশ রায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়