শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৮ জুন, ২০১৯, ০১:৪০ রাত
আপডেট : ১৮ জুন, ২০১৯, ০১:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনের পুঁজিবাজারে নিবন্ধিত হওয়ার রেকর্ড উদ্যোগ ব্রিটিশ কোম্পানিগুলোর

নূর মাজিদ : নতুন এক বাজার সংযোগ ব্যবস্থার আওতায় চীনের মূল ভূখন্ডের পুঁজিবাজারে নিবন্ধিত হতে চলেছে ব্রিটিশ কো¤পানিগুলো। গত সোমবার ব্রিটিশ অর্থ মন্ত্রণালয় এই পদক্ষেপ নিশ্চিত করে। এর ফলে, প্রথম বিদেশী কোম্পানি হিসেবে চীনের বাজারে নিবন্ধন নিয়ে নতুন রেকর্ড স্থাপন করবে যুক্তরাজ্যের বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো। সূত্র : দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস।

গতকাল সোমবার ব্রিটিশ রাজকীয় তহবিলের প্রধান ফিলিপ হ্যামন্ড এই সংযোগ উদ্বোধন করেন। যার আওতায় এখন থেকে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো সাংহাই এবং লন্ডন স্টক এক্সচেঞ্জ উভয় বাজারেই তাদের শেয়ার বিক্রি করতে পারবে। যুক্তরাজ্য সরকার জানায়, এর মাধ্যমে ব্রিটিশ কোম্পানিগুলোতে নতুন বিনিয়োগ আসার গতি বাড়বে। বিশেষ করে, চীনা বিনিয়োগকারীরা যুক্তরাজ্যের প্রযুক্তিখাতের কোম্পানিগুলোতে তাদের বিনিয়োগ নিয়ে এগিয়ে আসবেন বলেই আশা প্রকাশ করেছে, ব্রিটিশ সরকার।

বিবিসি জানায়, এর ফলে চীনা এবং ব্রিটিশ কো¤পানিগুলো একে-অন্যের দেশ থেকে মূলধন সংগ্রহের বাড়তি সুবিধা পাবে। চীনা বিনিয়োগ সীমিত করতে মিত্র যুক্তরাষ্ট্র যখন ইউরোপের ওপর চাপ প্রয়োগ করছে ঠিক তখনই এই পদক্ষেপ নিলো যুক্তরাজ্য।

এই বিষয়ে উদ্বোধনের আগে দেয়া এক লিখিত বিবৃতিতে ফিলিপ হ্যামন্ড বলেন, ‘স্টক-কানেক্টখ্যাত এই উদ্যোগ এক যুগান্তকারী পদক্ষেপ। এর মাধ্যমে বৈশ্বিক অর্থনীতির সঙ্গে ব্রিটিশ অর্থনীতির সংযোগ আর দৃঢ় হবে এবং এশিয়ার নতুন সম্ভাবনার সঙ্গে এর কার্যক্রম যুক্ত হবে।’

ওই বিবৃতিতে তিনি আরো জানান, লন্ডন বিশ্বের অন্যান্য অর্থনৈতিক কেন্দ্রের চাইতে অনন্য এক অবস্থানে রয়েছে। আজকের এই সংযোগ কার্যক্রম ব্রিটিশ অর্থনীতির দৃঢ়তায় যারা আস্থা রাখেন তাদের বিশ্বাসের প্রতীক।

এদিকে যুক্তরাষ্ট্র বর্তমানে চীনের ক্রমবর্ধমান পুঁজিবাজারের একটি অংশ ধরতে চাইছে। ২০৩০ সাল নাগাদ চীনা পুঁজিবাজারের কো¤পানিগুলোর মোট স¤পদের পরিমাণ ১৭ লাখ কোটি ডলার হবে। বর্তমান সংযোগের আওতায় সাংহাই এক্সচেঞ্জের দেড় হাজার নিবন্ধিত কো¤পানির মাঝে প্রাথমিকভাবে ২৬০টি কো¤পানি লন্ডন স্টক এক্সচেঞ্জে তাদের শেয়ার ছাড়তে পারবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়