শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ১৭ জুন, ২০১৯, ১১:১১ দুপুর
আপডেট : ১৭ জুন, ২০১৯, ১১:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাজেটে উৎপাদিত ফসলের ন্যয্যমূল্য নিয়ে সংশয় রয়েই গেছে, বললেন বিশেষজ্ঞরা

শেখ নাঈমা জাবীন : বাজেটে আবারো গুরুত্ব পেয়েছে খোরাকি কৃষি। নির্দেশনা নেই চাহিদার অতিরিক্ত ফসলের ব্যবস্থাপনা নিয়ে। তাই কৃষি বিশেষজ্ঞরা বলেছেন, উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য কৃষক পাবেন কি না সেই সংশয় থেকেই গেলো। আর উদ্যোক্তাদের মতে, কাঁচামালের উপর থাকা শুল্ক না কমায় মাছ এবং মুরগীর খাবারের দামও কমবে না। চ্যানেল ২৪, ১৬:০০

বাজেটে ৫.৪ শতাংশ বরাদ্দের কথা বলা হলেও ফসল, প্রনীসম্পদ, মৎসখাতে বরাদ্দ মাত্র ১৬হাজার ৯শ ৮২কোটি টাকা। যা গেলো বছরের তুলনায় কিছুটা বেশি।

আওয়ামী সরকারের অমলেই দেশ খাদ্যে সয়ংসম্পূর্ন। কোনো কোনো ক্ষেত্রে অতিরিক্ত খাদ্য উৎপাদিত হচ্ছে। এই বাজেটেও উৎপাদনের উপর জোর দেয়া হয়েছে। কিন্তু চাহিদার অতিরিক্ত খাদ্য কিভাবে ব্যবস্থাপনা করা হবে তা নিয়ে কোনো পদক্ষেপ নেই বাজেটে।

গাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক বলেন, ইট্স আ ট্যাডিশনাল বাজেট। উৎপাদন দিন দিন বাড়ছে। এবং আগামীতে আরো বাড়বে। এবং বাড়ার কারনে আমরা সারপ্লাস দিয়ে সাফার করছি। এই সারপ্লাস ম্যানেজমেন্টের কোন দিকনির্দেশনা আমি বাজেটে পাচ্ছিনা। এক. অল্প সুদে ঋণ। দুই. প্রয়োজনে প্রনোদনা দিয়েও ইনভেস্টারকে এই সেক্টরে আনতে হবে। এ সেক্টরের যত দ্রুত প্রসার ঘটবে কৃষিতে বানিজ্যিকায়ন ততো দ্রুত হবে।

এদিকে মৎস ও পোল্ট্রি শিল্প উদ্যোক্তারা বলছেন, খাতটির যে কয়টি কাঁচামালের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করা হয়েছে তা এখন আর ব্যবহার করা হয় না।

বাংলাদেশ ফিড মিল ইন্ড্রাষ্ট্রিজ এসোসিয়েনের মহাসচিব মো. আহসানুজ্জামান বলেন, যে জিনিষগুলোর ওপর নির্ভর করে দাম কমবে সেগুলোতে কেনো ভূমিকা রাখেনি এবারের বাজেট। যেমন সয়াবিনে ৫% ডিআইটি আছে, ভুট্টার ৫% এআইটি আছে। আমাদেও খাদ্যের ৭৫-৮০ ভাগ পণ্যে এ দুটি ইপাদান লাগে। এবং সম্প্রতি আরেকটি প্রোটিন সোর্স বন্ধ হয়ে যাওয়ার কারনে চাপ আরো বেড়েছে। কোনো এক্ষেত্রে কিন্তু কোনো পরিবর্তন সাধিত হয়নি।

এবাজেটে নতুন বিষয় শষ্য বীমা। এছাড়াও সারে ও যান্ত্রিকিকরনে ভর্তুকি রাখা হয়েছে ৯ হাজার কোটি টাকা। এরপরও কৃষি অর্থনীতিবিদরা বলছেন, সরকারের উচিৎ ছিলো কৃষির বানিজ্যিকিকরনকে গুরুত্ব দিয়ে বরাদ্দ নিশ্চিত করা।
কৃষি অর্থনীতিবিদ অধ্যাপক গোলাম হাফিজ কেনেডি বলেন, আমরা যদি কৃষির বানিজ্যিকিকরন করতে চাই, তাহলে আমাদের রপ্তানীর দিকে যেতে হবে। এজন্য কৃষিপন্যের যে রপ্তানীর সেখানে প্রক্রিয়াজাতকরন একটি বড় বিষয়। সেই বিষয়টিই আমরা দেখতে পারিনি এবারের বাজেটে। সেইকারনে আমারা যখন বলবো কৃষিকে বানিজ্যিকিকরন করবো বিশেষকরে আমাদের এখন রপ্তানীমূখী হওয়া উচিৎ, সেটি বাধাগ্রস্ত হবে। সম্পাদনা : কায়কোবাদ মিলন

  • সর্বশেষ
  • জনপ্রিয়