শিরোনাম
◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৭ জুন, ২০১৯, ১০:৪১ দুপুর
আপডেট : ১৭ জুন, ২০১৯, ১০:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঔষুধ ফার্মেসিতে আগুন, ৩ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর সদর উপজেলা রাজনগর গ্রামে ঔষুধ ফার্মেসিতে আগুনে পুড়ে সকল মালামাল পুড়ে ছাই। এতে ৩ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে বলে জানান দোকান মালিক। রবিবার রাত ১১ টার দিকে রাজনগর প্রাইমারি স্কুলের সামনে সুমাইয়া ফার্মেসি ও ফ্লেক্সিলোডের দোকানে এ অগ্নিকাণ্ড ঘটে। ফার্মেসিতে থাকা ঔষুধ, একটি কম্পিউটার, আইপিএস, ২টি ফ্যান, কয়েকটি ফ্লেক্সিলোড করা মোবাইলসহ অনেক প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে। তবে আগুনের সূত্রপাত নিয়ে কোনো কিছু ধারণা করতে পারছেন না ভুক্তভোগীরা।

স্থানীয়রা জানান, রাজনগর প্রাথমিক বিদ্যালয়ের সামনে সুমাইয়া ফার্মেসির মালিক মামুনুর রশিদ পল্লি চিকিৎসার পাশাপাশি ফ্লেক্সিলোড ও কম্পিউটারের কাজ করেন। রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরে গেলে আগুন লাগে।
বিদ্যালয়ের মাঠে পিকনিক করা যুবকেরা টায়ার পোড়ার গন্ধ পায়। রাস্তার পাশে গিয়ে দেখে ঐ দোকান থেকে প্রচুর পরিমাণে আগুনের ধোঁয়া বের হচ্ছে। যুবকরা আগুন দেখতে পেয়ে চিৎকার করেন। আশেপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হন। খবর পেয়ে মেহেরপুর শহর থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। ৩০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে তবে আগুনের লেলিহান শিখা এতটাই তীব্র ছিল যে ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই মালামাল পুড়ে যায়। এই ঘটনায় অসহায় হয়ে পড়েছেন পল্লি চিকিৎসক মামুনুর রশিদ।

ফার্মেসির মালিক মো: মামুনুর রশিদ বলেন, প্রতিদিনের ন্যায় রাত নয়টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে যাই। রাত ১১টার দিকে আমার ছোটভাই বলল আপনার দোকান থেকে ধোঁয়া বের হচ্ছে। পরে দোকানে গিয়ে দেখি আগুন জ্বলছে। ফার্মেসিতে থাকা ঔষুধ ও কম্পিউটারসহ অনেক মালামাল পুড়ে ছাই হেয়ে গেছে। মো: মামুনুর রশিদ কান্না জড়ানো কণ্ঠে বলেন, আগুন আমার সবকিছু কেড়ে নিয়েছে।

মেহেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার শেখ জাহিদুর রহমান জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি এখনো স্পষ্ট নয়। সম্পাদনা : মিঠুন রাকসাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়