শিরোনাম
◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি

প্রকাশিত : ১৭ জুন, ২০১৯, ০৮:৪৯ সকাল
আপডেট : ১৭ জুন, ২০১৯, ০৮:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ম্যাচ হারায় পাকিস্তান অধিনায়ককে খোঁচা দিলেন শোয়েব আকতার

স্পোর্টস ডেস্ক : গতকাল ছিলো বিশ্বকাপের উত্তেজনাকর ভারত-পাকিস্তান ম্যাচ। ওল্ড ট্র্যাফোর্ডে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের বিরুদ্ধে ৮৯ রানে হেরে পরিসংখ্যান বদলাতে পারলো না পাকিস্তান। এর আগে এগারো বিশ্বকাপ পর্যন্ত ছয়বার মুখোমুখি হয়েছিলো দুই দল। তার মধ্যে একটি ম্যাচও জিততে পারেনি পাকিস্তান। গতকাল জিততে না পারায় ক্ষোভের আগুন জ্বলছে পাকিস্তানের ক্রিকেট অনুরাগীদের মধ্যে। দলকে সমালোচনায় বিদ্ধ করতে ছাড়ছেন না সাবেক পাকিস্তানি ক্রিকেটাররাও।

ম্যাচ হারের পর পাকিস্তানের অধিনায়ক সরফরাজকে নজিরবিহীন আক্রমণ করে বসলেন পাকিস্তানের সাবেক স্পিডস্টার শোয়েব আখতার। পাকিস্তানি দলনায়কের অধিনায়কত্বকে ‘মস্তিষ্কহীন’ বলে খোঁচা দিলেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। একইসঙ্গে দেশের ক্রিকেট ম্যানেজমেন্টকে ‘অপদার্থ’ আখ্যা দিয়ে বিস্ফোরক আখতার।

ওল্ড ট্র্যাফোর্ডের বাইশ গজে টস জিতে সরফরাজের প্রথমে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত মোটেই মেনে নিতে পারেননি রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। এ প্রসঙ্গে দুই বছর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রসঙ্গ টেনে আনেন আখতার। তার কথায় সেবার ফাইনালে টস জিতে যে ভুলটা করেছিল ভারত অধিনায়ক কোহলি, সেই একই ভুলটা এদিন করে বসল সরফরাজ। তবে শুধু অধিনায়ক সরফরাজ নন, শোয়েবের খোঁচা থেকে বাদ যাননি পাকিস্তানি বোলাররাও।

বোলারদের একহাত নিয়ে সাবেক তারকা পেসার জানান, পরিকল্পনাহীন বোলিং সেইসঙ্গে অনিয়ন্ত্রিত লাইন-লেংথে দলকে ডুবিয়েছে বোলাররা। হাসান আলিকে নিয়ে বলতে গিয়ে শোয়েব জানান, ওর বলে গতিও যথেষ্ট নেই, সেইসঙ্গে লেংথের অভাব। স্বল্প উচ্চতার কারণে হাসানের লাইন-লেংথে প্রভাব পড়ে বলে জানান ওয়ানডে ক্রিকেটে ২৪৭ উইকেটের মালিক।

আখতার সমালোচনায় বিদ্ধ করেছেন সবচেয়ে সফল বোলার মোহম্মদ আমিরকেও। তার মতে, তিন উইকেট নিলেও আমির কখনোই ভারতীয় ব্যাটসম্যানদের ভয়ের কারণ হয়ে উঠতে পারেনি। ভারতীয় ব্যাটসম্যানরা খুব সহজেই আমিরের মোকাবিলা করেছেন বলে মনে করেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়