শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ১৭ জুন, ২০১৯, ০৮:১৮ সকাল
আপডেট : ১৭ জুন, ২০১৯, ০৮:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রবাসী শ্রমিকরা ঢাকার শাহ্জালাল বিমানবন্দরে হয়রানির শিকার

সাইদুর রহমান: লেবাননসহ কয়েকটি দেশ থেকে আসা প্রবাসী বাংলাদেশী শ্রমিকরা গত কিছুদিন ধরেই বিমানবন্দরে নামার পর ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, নানা সংস্থার জিঞ্জাসাবাদ এবং শেষ অবধি আগত প্রবাসীদের এলাকার সার্টিফিকেট বা ফোনের পরই কেবল বিমানবন্দর ছাড়ার অনুমতি পাচ্ছেন ইমিগ্রেশন বিভাগ থেকে। বিবিসি বাংলা

প্রবাসীদের কয়েকজন বলেন, নিজের দেশে এসে এভাবে হেনস্থা হতে হবে এটি কল্পনাও করেননি।

লেবানন থেকে গত বুধবার দিবাগত রাত তিনটার দিকে ৩৫ জনের একটি দলের সাথে দেশে ফিরছিলেন ব্রাক্ষণবাড়িয়ার আখাউড়ার জান্নাত বেগম। শ্রমিক হিসেবে গিয়ে দালাল আর প্রতাকরদের কারণে নিজের পাসপোর্ট আর ফিরে পাননি। দু’বছর ওই অবস্থায় থাকতে পারলেও শেষপর্যন্ত দেশে ফিরতে হয়েছে তাকে।

জান্নাত বেগম বলেন, কাগজ নিয়া ( ট্রাভেলস পাস) ফিরছি। কোনো জায়গায় কোনো ঝামেলা হইলো না। বিপদে পড়লাম নিজের দেশে আইসা। পরে আমার ভাই চেয়ারম্যানের কাছ থেকে সার্টিফিকেট নিয়া ঢাকা বিমানবন্দর থেকে ছুটায় আনছে আমারে।

তিনি আরো বলেন, এয়ারপোর্টে নামার পরপরই তাদের দলটিকে আটকে দেয় ইমিগ্রেশনের কর্মকর্তারা ।আমরা নাকি রোহিঙ্গা। কতো সালে গেছি। কোনো গেছি। এমন সব উল্টাপাল্টা কথা। এতো যন্ত্রণা লেবানন, দুবাই এয়ারপোর্টেও দেয় নাই। রাত তিনটায় নাইমা পরদিন রাত নয়টায় ছাড়া পাইছি।

শেষ পর্যন্ত সারাদিন আটকে থাকার পর তার ভাই ও স্বজনরা এলাকার চেয়ারম্যানের সার্টিফিকেটসহ বিভিন্ন কাগজপত্র জমা দিয়ে পরদিন রাত নয়টায় তাকে নিয়ে বাড়ির পথ ধরতে সমর্থ হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়