শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ১৭ জুন, ২০১৯, ০৬:২৩ সকাল
আপডেট : ১৭ জুন, ২০১৯, ০৬:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উইন্ডিজদের বিপক্ষে রুবেল-লিটনকে দলে চান শাহরিয়ার নাফিস

নিজস্ব প্রতিবেদক : বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে পয়েন্ট টেবিলের পঞ্চম আসনে বসার লক্ষ্যে আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে টাইগাররা। গত দুই ম্যাচের হারের বৃত্ত থেকে বের হয়ে আসতে মরিয়া বাংলাদেশকে পেস নির্ভর বোলিং করার পরামর্শ দেন সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফিস। ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ দলে পরিবর্তন আনার কথা বলেন নাফিস।

টনটনের কাউন্টি গ্রাউন্ডে অনুষ্ঠিতব্য ম্যাচটিতে উইকেটে পেসাররা ভালোই মানিয়ে নিতে পারবে। বিগত ম্যাচগুলোর পরিসংখ্যান উল্লেখ করে নাফিস আজকের একাদশে রুবেলকে নেওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, ‘রুবেল বেশ কয়েক বছর ধরে বাংলাদেশ দলে দারুণ পারফম্যান্স করে আসছে। বাংলাদেশের পেসারদের মধ্যে সেরাদের একজন সে। আর এই পিচে সে বেশ ভাল করবে বলেই আমি মনে করি। আর এই পিচে স্পিনারদের বাড়তি কোনো সুবিধা মিলবে না তাই একজন স্পিনার কম খেলিয়ে রুবেলকে খেলানোটাই ভাল সিদ্ধান্ত হবে বলে আমি মনে করি।’

এছাড়াও ব্যাটিং সম্পর্কে বলতে গিয়ে নাফিস বলেন, ‘বাংলাদেশের ব্যাটিং এই বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স করেছে। যা সত্যিই আশা জাগায় বাংলাদেশকে। তবে কয়েকজন ব্যাটসম্যান আছেন যারা তাদের সামর্থ্য অনুযায়ী ভাল ব্যাটিং করতে পারেননি। তাই আমি এই ম্যাচে লিটন দাসকে দেখতে চাই মোহাম্মদ মিঠুনের পরিবর্তে।’

লিটন সম্পর্কে নাফিস বলেন, ‘লিটন দারুণ একজন ব্যাটসম্যান। আর সা¤প্রতিক সময়ে সে ভাল ফর্মেও আছে। তাই তাকে এই ম্যাচে দলে দেখতে চাই আমি।’

এছাড়াও মাশরাফির বোলিং সম্পর্কেও কথা বলেছেন তিনি। অধিনায়ক মাশরাফির বোলিং সম্পর্কে কথা বলতে গিয়ে বলেনব, ‘মাশরাফি কেবল উইন্ডিজের বিপক্ষেই নয় শেষ কয়েক বছরে বাংলাদেশের সেরা পেস বোলার। সে ভাল খেললে বাংলাদেশ দল ভাল খেলে।’

তিনি আরও যোগ করেন, ‘হ্যাঁ! এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত মাশরাফি প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি তবে সে ভাল করবে বলে আমার বিশ্বাস।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়