শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ১৭ জুন, ২০১৯, ১০:৫২ দুপুর
আপডেট : ১৭ জুন, ২০১৯, ১০:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আসছে ‘হালাল’ ব্রাউজার

ওয়ালি উল্লাহ : ইসলামি মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্য রেখে মোবাইল ও ডেস্কটপ ব্রাউজার তৈরি করেছে মালয়েশিয়ার একটি প্রযুক্তি প্রতিষ্ঠান। সালাম ওয়েব নামের ওই প্রতিষ্ঠানটি দাবি করেছে, মুসলমানদের জন্য ‘হালাল’ ব্রাউজার এটি। বিশ্বের ১৮০ কোটি মুসলমানকে লক্ষ্য করে এই হালাল ব্রাউজার তৈরি করা হয়েছে বলে প্রতিষ্ঠানটির দাবি। বিশ্বের মুসলিম জনগোষ্ঠীকে একটি নিরাপদ এবং নৈতিকভাবে সংবেদনশীল অনলাইন অভিজ্ঞতা দিতে সক্ষম হবে এটি।

ভৌগোলিক সীমা ধরে নামাজের সময় দেখাবে ব্রাউজারটি। এতে থাকবে কম্পাস, যা কেবলার দিক জানিয়ে দেবে ব্যবহারকারীদের। এ ছাড়া নামাজের সময় যদি আপনি কোনো ওয়েবসাইটে প্রবেশ করতে যান, ইসলামি শরিয়া অনুযায়ী যদি সেটি নিষিদ্ধ হয়, তাও জানিয়ে দেবে এই ব্রাউজার।

সালাম ওয়েবের ব্যবস্থাপনা পরিচালক হাজ্জা হাসনি জরিনা বলেন, “নতুন প্রজন্মের অনেকেই আছেন যারা প্রযুক্তিকে ভালোবাসে, তেমনি আবার ইসলামি শরিয়া অনুযায়ী চলার চেষ্টাও করেন। ফলে আমরা চাই, আমাদের মাধ্যমে তাদের সেই অভিজ্ঞতা যেন আরও ভালো হয়।” চলতি বছরের শুরুতে ব্রাউজারটি আনার কাজ শুরু করে সালাম ওয়েব। আরবি, ইংরেজি, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ান ভাষা বাহাসা, বাংলা, উর্দু সহ আরও কিছু ভাষায় এ ব্রাউজার ছাড়া হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়