শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৭ জুন, ২০১৯, ০৮:২৩ সকাল
আপডেট : ১৭ জুন, ২০১৯, ০৮:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আউট না হয়েও সাজঘরে ফিরে গেলেন কোহলি!

স্পোর্টস ডেস্ক : আজ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ইনিংসের ৪৮তম ওভারের চতুর্থ বলের ঘটনা। মোহাম্মদ আমিরের মাথা তাক করা বলে সজোরে ব্যাট চালিয়েও নাগাল পেলেন না বিরাট কোহলি। পাকিস্তানিরা আউটের আবেদন করলেও আম্পায়ার শুরুতে আউট দেননি।

কিন্তু সবাইকে অবাক করে দিয়ে নিজেই ড্রেসিংরুমের দিকে হাঁটা ধরলেন কোহলি। কোহলি নিজেই চলে যাওয়ায় মনে হয়েছিল, বল ব্যাটে লেগেছে বিধায় নিজেই ‘ওয়াক’ করেছেন ভারত অধিনায়ক। এমন ঘটনা তো বেশ কয়েকবারই দেখেছে ক্রিকেট।

তবে টিভি পর্দায় রিপ্লে দেখানোর পরই খটকার শুরু। রিপ্লেতে স্পষ্ট দেখা গেল, ব্যাটের সঙ্গে বলের কোনো সংযোগই ঘটেনি। বরং কোহলির ব্যাটের অনেকটা ওপর দিয়েই গেছে। স্নিকোমিটারও নিশ্চিত করেছে, বল কোহলির ব্যাটে লাগেনি। বল ব্যাটে লাগেনি, আম্পায়ারও আউট দেননি। তারপরেও ড্রেসিংরুমে ফিরে গেছেন বিরাট কোহলি। তার এই ‘ওয়াক’ নিয়েই সরগরম টুইটার।

বল ব্যাটে না লাগা সত্ত্বেও কেন নিজেই ফিরে গেলেন কোহলি? ধারণা করা হচ্ছে, শটটা খেলার সময় কোনো একটা শব্দ শুনতে পেয়েছিলেন ভারত অধিনায়ক। সেই শব্দ শুনেই তার ধারণা হয়েছিল, বল ব্যাটে লেগেই সরফরাজ আহমেদের গ্লাভসে জমা পড়েছে। আর সে কারণেই আম্পায়ার আউট না দেওয়া সত্ত্বেও নিজেই ফেরত গেছেন কোহলি।

তবে তিনি যে ভুল শব্দ শুনেছেন, এটি পরিষ্কার হয়ে গেছে টিভি রিপ্লে দেখার পরেই। কোহলি নিজেও খুব সম্ভবত ড্রেসিংরুমে ফিরে গিয়ে রিপ্লে দেখেছেন। ভুল শব্দ শুনে ‘ওয়াক’ করায় তিনি যে নিজের ওপর নিজেই বিরক্ত হয়েছেন, সেটি তার রাগান্বিত অভিব্যক্তি দেখেই বোঝা গেছে। পরে নিজেই টুইট করে বলেছেন, ‘খুব সম্ভবত আজ একটি ভুল কাজ করে ফেলেছি আমি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়