শিরোনাম
◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা

প্রকাশিত : ১৭ জুন, ২০১৯, ০৪:৪০ সকাল
আপডেট : ১৭ জুন, ২০১৯, ০৪:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০২০ সালে শুরু হতে পারে দাখিল পাশে মধ্যপ্রাচ্যে চাকরীর কার্যক্রম

আসিফ কাজল: শুধুমাত্র পাশের দিকে মনোযোগ না দিয়ে চাকরীর বাজারে জায়গা সৃষ্টি করতে কারিকুলাম কার্যক্রমে পরিবর্তন আনছে মাদ্রাসা শিক্ষাবোর্ড। মাদ্রাসা শিক্ষা বোর্ডের কারিকুলাম শাখা প্রধান মো: রিয়াদ চৌধুরী এই তথ্য জানিয়েছেন।

দাখিল পাশ করলেই মধ্যপ্রাচ্যে চাকরির প্রসঙ্গে মো: রিয়াদ চৌধুরী বলেন, প্রস্তুতির ব্যাপারটি চলছে। এই ধরনের ব্যাপার একদিনে দৃশ্যমান হয় না। তবে ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। আমার যতদূর মনে পড়ছে ২০২০ সাল নাগাদ এর পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হবে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক এ কে এম ছায়েফ উল্যা জানান, ৩৮১টি মাদ্রাসায় সেলাই কোর্ড ও ড্রেস মেকিংসহ কিছু ট্রেড চালু আছে। নতুন করে ফুড টেকনোলজি, কম্পিউটার অপারেটিং, ওয়েল্ডিংও মেকানিক্যাল ট্রেড যুক্ত করা হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী একজন মাদ্রাসা শিক্ষার্থী পাশ করার পরই চাকরীর বাজারে প্রবেশ করতে পারে সেই আলোকে তাদেরকে গড়ে তোলা হবে। নতুন পাঠ্যবই ও কারিকুলাম সম্পর্কে তিনি জানান, টেক্সট বুকের পেছনের কথাই হলো কারিকুলাম।

সর্বশেষ ২০১২ সালে মাদ্রাসা কারিকুলাম তৈরি হয়েছিল। নতুন টেক্সটবুক এভাবেই লেখা হবে যেখানে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলা হবে, আধুনিক বিশ্বের কথা ও চাকরীর বাজার সম্পর্কে ধারণা থাকবে। জেনারেল লাইনে যারা শিক্ষা গ্রহণ করছে তাদেরকে কারিগরি ট্রেড কোর্সের উপর বাধ্যতামূলক পড়াশুনা করতে হবে। এটি সরকারের ইচ্ছায় হতে চলেছে যা খুব দ্রুত বাস্তবায়িত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়