শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ শিশু হাসপাতালের কার্ডিয়াক আইসিইউতে আগুন, পুড়ে গেছে যন্ত্রপাতি ও বিভিন্ন সামগ্রী 

প্রকাশিত : ১৭ জুন, ২০১৯, ০৩:২৯ রাত
আপডেট : ১৭ জুন, ২০১৯, ০৩:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উইন্ডিজের বিপক্ষে একাদশে পরিবতর্নের আভাস দিলেন মাশরাফি

নিজস্ব প্রতিবেদক : আগামীকাল সোমববার নিজেদের পঞ্চম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচে একাদশে পরিবর্তনের আভাস দিলেন টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা। তবে কাকে পরিবর্তন করা হবে এ নিয়ে এখনো খোলাসা করে কিছু বলেননি তিনি।

বিশ্বকাপে নিজেদের প্রথম তিন ম্যাচেই অপরিবর্তিত একাদশ নিয়ে খেলেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারিয়ে চমক দেখিয়েছিল টাইগাররা। ফলে, উইনিং কম্বিনেশন ঠিক রেখে নিউজিল্যান্ডের মুখোমুখি হয় বাংলাদেশ। সেই ম্যাচেও দারুণ প্রতিদ্ব›দ্বীতা জমিয়ে মাত্র ২ উইকেটের ব্যবধানে হারে বাংলাদেশ।

এর ফলে তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষেও একই একাদশ খেলানোর দুঃসাহস দেখায় মাশরাফির দল। যদিও, সেই ম্যাচে ১০৬ রানের বিশাল ব্যবধানে হেরে ভরাডুবি হয় বাংলাদেশের।

শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে পরিবর্তনের ইঙ্গিত থাকলেও ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। ফলে উইন্ডিজের বিপক্ষে বেঞ্চের শক্তি যাচাইয়ের লক্ষ্য স্থির করেছে বাংলাদেশ। তবে একাদশে স্পিনার হিসেবে মেহেদি হাসান মিরাজ যে থাকছে সেটা অনেকটাই নিশ্চিত হয়েছে মাশরাফির উক্তিতে।

সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘আপনি যদি দেখেন মিরাজের ভালো করার সুযোগ বা অফ স্পিনারের ভালো করার সুযোগ আছে। ওদের প্রথম ছয় ব্যাটসম্যানের পাঁচজন বাঁহাতি। তো ওদের আক্রমণ করতে গেলে অফস্পিন অনেক গুরুত্বপূর্ণ। সাথে আমরা আরও কাউকে খেলাতে পারি কিনা দেখছি। যেভাবে আমরা সফল হয়েছি ওটাতেই নজর দিচ্ছি আমরা।’

আগামীকাল (সোমবার) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠের লড়াইয়ে নামবে বাংলাদেশ দল। শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামবে দুই দল এটাই স্বাভাবিক। কারণ ম্যাচটি দুই দলের কাছেই বেশ গুরুত্বপ‚র্ণ। টনটনে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় মুখোমুখি হবে দুই দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়