শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১৭ জুন, ২০১৯, ০৩:১৩ রাত
আপডেট : ১৭ জুন, ২০১৯, ০৩:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সভাপতি তপন বিশ্বাস, সাধারণ সম্পাদক শামীম, যুগ্ম সম্পাদক আনিসুর রহমান তপন

স্বপ্না চক্রবর্তী : সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সভাপতি পদে জনকণ্ঠের তপন বিশ্বাস, সাধারণ সম্পাদক পদে বিডিনিউজের শামীম আহমেদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আমাদের অর্থনীতির আনিসুর রহমান তপন।

রোববার বিকেলে ভোট গণনা শেষে নির্বাচিতদের নাম ঘোষণা করেন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম। এর আগে সকাল দশটায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল তিনটা পর্যন্ত।

সভাপতি পদে নির্বাচিত হওয়া জনকণ্ঠের তপন বিশ্বাস পেয়েছেন ৫৬ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সমকালের ফসিউদ্দিন মাহতাব পেয়েছেন ৫০ ভোট। সাধারণ সম্পাদক পদে ৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিডিনিউজের শামীম আহমেদ, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাভিশনের মাহফুজুর রহমান পেয়েছেন ৫০ ভোট।

[caption id="attachment_907855" align="alignleft" width="424"] যুগ্ম সম্পাদক আনিসুর রহমান তপন[/caption]

কমিটিতে সহ সভাপতি সাজেদা পারভীন (জিটিভি) ৫৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমানুর রহমান (নয়াদিগন্ত) পেয়েছেন ৫৪ ভোট, সহ সাধারণ সম্পাদক আনিসুর রহমান তপন (আমাদের অর্থনীতি) পেয়েছেন ৫৯ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রসূণ আশীষ পেয়েছেন ৪৫ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত ইসমাইল হোসেন (বাংলানিউজ) পেয়েছেন ৫৯ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দ্বীন ইসলাম (মানবজমিন) পেয়েছেন ৫২ ভোট।

অন্য পদে নির্বাচিতদের মধ্যে অর্থ সম্পাদক পদে মাসউদুল হক (ইউএনবি) পেয়েছেন ৫৯ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোরশেদ আলম (এটিএন বাংলা) পেয়েছেন ৫৩ ভোট, দফতর সম্পাদক পদে মাসুদ রানা (জাগোনিউজ) পেয়েছেন ৫৭ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোশতায়েক মাশয়েক (রেডিও টুডে) পেয়েছেন ৫৫ ভোট এবং প্রচার, প্রকাশনা সম্পাদক পদে হাবিবুর রহমান (ইনকিলাব) পেয়েছেন ৫৬ ভোট নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এবিএম সিদ্দিকুর রহমান পেয়েছেন ৫৪ ভোট। আর প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন নিয়ামুল আজিজ সাদেক (এসএটিভি)।

কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন- আকতার হোসাইন (ভোরের ডাক), শফিউল্লাহ সুমন (বিটিভি), মেহদী আজাদ মাসুম (দৈনিক জাগরণ) ও মোরসালিন বাবলা (চ্যানেল আই) ৬৩ ভোট, ঝর্ণা রায় (দেশটিভি) ৫৪ ভোট, এম এ জলিল মুন্না রায়হান (দৈনিক ইত্তেফাক), এস এম আব্বাস (বাংলাট্রিবিউন) ও নাফিউল ইসলাম লিংকন (চ্যানেল টোয়েন্টিফোর)।

সম্পাদনা: অশোকেশ রায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়