শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ১৭ জুন, ২০১৯, ০২:৪৯ রাত
আপডেট : ১৭ জুন, ২০১৯, ০২:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পোস্ট গ্রাজুয়েশন ছাড়াও বিদেশে পদোন্নতি হলে বাংলাদেশের ডাক্তাররা বঞ্চিত হবেন কেন এ নিয়ে উঠেছে নীতিগত প্রশ্ন

মৌরী সিদ্দিকা : স্নাতকোত্তর পাশ না হলে চাকুরীতে পদোন্নতি পান না চিকিৎসকরা, রোগীর কাছেও বিশেষজ্ঞ হওয়া গুরুত্বপূর্ণ। চিকিৎসকদের শহরমুখী হওয়ার এটি অন্যতম কারণ মনে করেন কেউ কেউ। বিশ্লেষকরা বলছেন, কেবল দায় না চাপিয়ে চিকিৎসকদের কর্ম পরিবেশ এবং মৌলিক চাহিদা নিশ্চিত করা জরুরি। যমুনা, ১৪ : ০০

স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, চিকিৎসকদের এসব সমস্যা সমাধানে পরিকল্পনা নিয়েছে সরকার।

পেটে ব্যথা, পায়ে চোট কিংবা মাথা ব্যথা প্রাথমিক চিকিৎসার জন্যও বিশেষজ্ঞ চিকিৎসক খোঁজেন অনেকেই। অথচ পাঁচ বছরের পড়াশুনা শেষে এমবিবিএস ডিগ্রীধারিরাই যথেষ্ট এসব সমস্যা সমাধানে। উন্নত বিশ্বেরও চর্চা সবার আগে সাধারণ চিকিৎসকের কাছে যাওয়া।
সরকারি চাকুরিতেও সাধারণ চিকিৎসকের প্রতি থাকে তী² নজর। স্নাতকোত্তর ছাড়া পদোন্নতি মিলবে না, অবসর পর্যন্ত থাকতে হবে একই পদ মেডিকেল অফিসার হিসেবে। অথচ অন্য ক্যাডার সার্ভিসের বেলায় স্নাতক পাশই যথেষ্ট।

সদ্য পাশ করা একজন ডাক্তার বলেন, ‘স্বাস্থ্য ক্যাডারে যারা আছে তাদেরকে পোস্ট গ্র্যাজুয়েট করতে হবে। এখন পোস্ট গ্র্যাজুয়েশন করতে গেলে আমরা যখন গ্রামে থাকি, এই গ্রামে থাকাকালীন পোস্ট গ্র্যাজুয়েশন হবে না।’

প্রতি বছর গ্র্যাজুয়েশন শেষ করেন প্রায় দশ হাজার এমবিবিএস শিক্ষার্থী। কিন্তু পোস্ট গ্র্যাজুয়েশনের সুযোগ পান বড়জোর এক থেকে দেড় হাজার। তবুও রাজধানী ঢাকা কেন্দ্রিক বিএসএমইউ এবং বিসিপিএস এর মতো হাতে গোনা প্রতিষ্ঠান থেকে।

একজন সিনিয়র ডাক্তার বলেন, ‘পৃথিবীর বহু দেশে পোস্ট গ্র্যাজুয়েশন ছাড়াও পদোন্নতি হয়। বাংলাদেশেও আমাদের সেই ব্যবস্থা করতে হবে। পোস্ট গ্র্যাজুয়েশন করলে তাকে আর কখনো গ্রামে যেতে হবে না, এই ধারণাটাও সঠিক নয়। গ্রামে কি বিশেষজ্ঞ চিকিৎসক দরকার নেই ! অবশ্যই গ্রামে দরকার।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘শিক্ষার পর চিকিৎসকদের বিভিন্ন হাসপাতালে পদায়ন করা হয়। ডাক্তাররা যাতে থাকে সেজন্য উপজেলা লেবেলে আমরা তাদের থাকার ব্যবস্থা উন্নত করছি । তাদেরকেও গাড়িও দেয়া হচ্ছে।’

স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, প্রত্যন্ত অঞ্চলে মানসম্মত চিকিৎসাসেবা ছড়িয়ে দিতে চায় সরকার। সে লক্ষ্যে এরই মধ্যে উদ্যোগ নেয়া হয়েছে। তবে পদোন্নতির নিয়ম পরিবর্তন আলোচনার বিষয়।

দেশের অর্থনীতির পাশাপাশি মানুষের এসব মৌলিক চাহিদা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন সবাই। দেশের সকল চিকিৎসকের বিশেষজ্ঞ হওয়া জরুরি নয়। কিন্তু তার সম্মান, আর্থিক সুবিধা এবং পদোন্নতির অন্যতম মাপকাঠি যদি হয় তার পোস্ট গ্র্যাজুয়েশন তবে সেই সোনার হরিণের পিছনে ছোটাটাও অস্বাভাবিক কিছু নয়। আর তাই চিকিৎসা ব্যবস্থায় শৃংঙ্খলা ফিরাতে দরকার বেশ কিছু পরিবর্তন। সম্পাদনা : কায়কোবাদ মিলন

  • সর্বশেষ
  • জনপ্রিয়