শিরোনাম
◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি ◈ বাংলাদেশে পালিয়ে এসেছে বিজিপির ১৪ সদস্য ◈ ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলার তালিকা প্রকাশ করুন: মির্জা ফখরুলকে ওবায়দুল কাদের

প্রকাশিত : ১৭ জুন, ২০১৯, ০১:৫৯ রাত
আপডেট : ১৭ জুন, ২০১৯, ০১:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চেনা চেহারায় কি হাজির হবেন মাহমুদউল্লাহ?

আক্তারুজ্জামান : মাহমুদউল্লাহ রিয়াদকে খুব সহজ-সরল চেহারায় সবাই দেখে অভ্যস্ত। কিন্তু মাঝে মাঝে তার সারল্যতা ছাড়িয়ে দেখান দুর্নিবার ব্যাটিং। টলটলে, নির্বিকার ও ভাবলেশহীন চেহারা নিয়ে ব্যাট করতে পারেন ভীষণ চাপেও। সাধারণত টপ অর্ডারের ব্যাটসম্যানেরা যেমন হয়ে থাকেন আর কি। যেখানে নামতে হয় বোলারের কাছ থেকে যত বেশি সম্ভব রান তুলে নেওয়ার চোয়ালবদ্ধ প্রতিজ্ঞা নিয়ে। শেষ করে আসতে হয় ইনিংস। এবারের ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে মাহমুদউল্লাহকে নিয়ে তেমন কিছু দেখা যাচ্ছে না। প্রথম ম্যাচটি বাদ দিলে গত দুটি ম্যাচে বাংলাদেশের পঞ্চপাণ্ডবের একজন মাহমুদউল্লাহর ব্যাটে সে ব্যাপারটা অনুপস্থিত।

এ কোন মাহমুদউল্লাহ! আইসিসির টুর্নামেন্ট পেলেই ‘পয়া’ হয়ে ওঠে যার ব্যাট, তেমনই এক মঞ্চে সেই একই ব্যাটসম্যানকে রান করতে রীতিমতো সংগ্রাম করতে হচ্ছে। সেটি আবার এমন দুটি ভিন্ন পরিস্থিতিতে, যেখানে পথ খুঁজে নিতে মাহমুদউল্লাহই দলের সবেধন নীলমণি। দৃষ্টিটা আরেকটু বড় করলে খুব দৃষ্টিকটু আরেকটা প্রশ্নও বেরিয়ে আসে। আচ্ছা, মাহমুদউল্লাহর দলে আসলে ভূমিকাটা ঠিক কী?

এখন কি সেই চেহারায় হাজির হতে পারবেন মাহমুদউল্লাহ? যে চেহারা দেখা গিয়েছিল গত বিশ্বকাপের দুটি ম্যাচে। যে খেলা তিনি খেলেছিলেন নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে। এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডকে উড়িয়ে দিতে তিনি ছিলেন সামনের কাতারে। আর বারবার বিপদে পড়া দলের হাল ধরে টেনে তুলেছেন তীরে। সেই মাহমুদউল্লাহকেই তো ভক্তরা দেখতে চান বিশ্বকাপের মতো আসরে। এবারের বিশ্বকাপে একেবারেই মলিন মি. সাইলেন্ট কিলার।

গত দুটি ম্যাচে ছয়ে নেমে খেলেছেন শুরুর দিকে ইনিংস গড়ার মানসিকতা নিয়ে! যেন বিধ্বস্ত অবস্থা থেকে দলকে টেনে তোলার চেষ্টা করছেন। অথচ সমর্থকেরা গত দু-এক বছর ধরে এই একই পরিস্থিতিতে সবাই ভিন্ন মাহমুদউল্লাহকে দেখে অভ্যস্ত। দুটি ম্যাচে তাকালেই বিষয়টি বোঝা যায়। নিউজিল্যান্ডের বিপক্ষে ৩০.২ ওভারে বাংলাদেশ ৪ উইকেটে ১৫১-এ পরিস্থিতিতে ব্যাট করতে নেমেছিলেন মাহমুদউল্লাহ। হাতে প্রায় ২০ ওভারের মতো থাকায় তার মতো ব্যাটসম্যানের জন্য আদর্শ পরিস্থিতি। দ্রুতলয়ে ‘সেট’ হয়ে দুর্দান্ত ফিনিশ করার সুযোগ ছিল।

আরেকটি বড় প্রশ্ন, নিউজিল্যান্ডের বিপক্ষে আগে ব্যাটিং করেছে বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের মতো পাহাড়সমান রান তাড়া করার চাপ ছিল না। শুধু ভালোভাবে শেষ করে আসতে হতো। প্রায় মজ্জাগত হয়ে পড়া কাজটাই করতে পারেননি মাহমুদউল্লাহ। সেটি আরও বেশি করে চোখে পড়ে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে। নিউজিল্যান্ড ম্যাচের মতো প্রায় একই সময়ে (৩০তম ওভার) ব্যাটিংয়ে নামলেও পরিস্থিতি ভিন্ন ছিল। ৩৮৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা বাংলাদেশের ওভারপ্রতি তখন গড়ে দশের ওপরে রান দরকার। মাহমুদউল্লাহ সেই প্রয়োজন মেটানোর শুরুটা করেছেন ২০ বলে ৬ রান করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়