শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ১৭ জুন, ২০১৯, ১২:০৬ দুপুর
আপডেট : ১৭ জুন, ২০১৯, ১২:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাশ্মীরে আবারো বড় সন্ত্রাসী হামলার বিষয়ে ভারতকে সতর্ক করলো পাকিস্তান

আসিফুজ্জামান পৃথিল : ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে আবারও পুলওয়ামা স্টাইলে বড় ধরণের সন্ত্রাসী হামলা হতে পারে। ইসলামাদে ভারতীয় দূতাবাসের কূটনীতিকদের এই বিষয়ে সতর্ক করেছেন পাকিস্তানি গোয়েন্দারা। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে পুলওয়ামায় আধা সামরিক বাহিনী সিআরপিএফ এর কনভয়ে আত্মঘাতি হামলা চালায় সন্ত্রাসীরা। এ ঘটনায় নিহত হন ৪৪ জন সিআরপিএফ সদস্য। এএনআই, আনন্দবাজার।

সম্প্রতি কিরঘিজস্তানের বিশকেকে অনুষ্ঠিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনে যোগ দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সেখানে সন্ত্রাস দমন নিয়ে কড়া বক্তব্য দেন মোদী। এমনকি, নাম না করে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসে মদত দেওয়ারও অভিযোগ তোলেন তিনি। তবে তার আগেই ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনকে হামলার সম্ভাবনার কথা জানানো হয় বলে সেনা স‚ত্রে জানা গিয়েছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সেনবাহিনীর এক কর্মকর্তা জানান, ‘ইসলামাবাদে আমাদের হাই কমিশনকে হামলার সম্ভাবনার কথা জানায় পাকিস্তান। যুক্তরাষ্ট্রকেও বিষয়টি জানায় তারা, যার পর মার্কিন গোয়েন্দারাও আমাদের সতর্ক করে দেন।’

সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে জাকির মুসার মৃত্যুর প্রতিশোধ নিতেই জঙ্গিরা নতুন করে হামলার পরিকল্পনা করছে, এমন তথ্য হাতে এসেছে বলেও জানান ওই কর্মখর্তা। জাকির মুসার মৃত্যুর পরই ছত্রভঙ্গ হয়ে যায় গাজওয়াত-উল-হিন্দ সংগঠনটি। জাকিরের নেতৃত্বে বহু অল্পবয়সী ছেলেমেয়ে তাতে যোগ দিলেও, এই মুহূর্তে ওই সংগঠনের সদস্য সংখ্যা দু’-তিন জনে এসে ঠেকেছে বলে দাবি পুলিশের। তা সত্তে¡ও হামলার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া হচ্ছে না। সম্পাদনা : ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়