শিরোনাম

প্রকাশিত : ১৬ জুন, ২০১৯, ১১:২৭ দুপুর
আপডেট : ১৬ জুন, ২০১৯, ১১:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী ইমরান খানের কথা রাখলেন না পাক অধিনায়ক সরফরাজ

আক্তারুজ্জামান : ভারতের বিরুদ্ধে মাঠে নামার আগে পাকিস্তান দলকে টোটকা দিয়েছিলেন দলটির বিশ্বকাপজয়ী অধিনায়ক ও বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান। কিন্তু দেশের প্রধানমন্ত্রীর কথা রাখেননি বর্তমান অধিনায়ক সরফরাজ আহমেদ। যার খেসারত দিচ্ছেন মাঠে নেমে।

বিশ্বকাপে ভারতকে কখনো হারাতে পারেনি পাকিস্তান। এমনকি ইমরান খানের দলও না। যার ফলে ভারতের বিরুদ্ধে একটি জয় পেতে দেশটির সবাই মুখিয়ে ছিলেন এবং আছেন। সুযোগ কাজে লাগানোর কথা বলে দেশকে শুভ কামনা জানিয়েছিলেন ইমরান খান। অফিসিয়াল টুইটে তিনি সরফরাজকে টস জেতার পর ব্যাটিং নেয়ার কথা বলেছিলেন। মাঠে নেমে সরফরাজ টস জিতেছেন ঠিকই কিন্তু ভারতকে পাঠিয়েছেন ব্যাটিংয়ে।

ফলে মাঠে যেন একটু ভুগতেই হচ্ছে পাকিস্তানকে। দুই ওপেনার খেলেছেন ১৩৬ রানের জুটি। উইকেট পেতে অপেক্ষা করতে হয়েছে ২৪ ওভার পর্যন্ত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৫ ওভারে ১ উইকেট হারিয়ে ১৪৬ রান তুলেছে ভারত। একমাত্র সফলতা পেয়েছেন ওয়াহাব রিয়াজ। রাহুল ও রোহিত অর্ধশত রানের ইনিংস খেলেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়