শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১৬ জুন, ২০১৯, ১০:৫৪ দুপুর
আপডেট : ১৬ জুন, ২০১৯, ১০:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গভীররাতে অগ্নিকাণ্ড প্রায় ১০ লাখ টাকার ক্ষতি

সোহেল রানা (মৌলভীবাজার) প্রতিনিধি: বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুরে গভীররাতে এক ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। (১৬ জুন) রাত আনুমানিক ১২.৩০ মিনিটে শাহবাজপুর বাজারের বিজিবি ক্যাম্প রোডের ইসতিয়াক এন্ড মাহিন ট্রেডার্স নামের রড সিমেন্ট ও স্যানিটারি দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে প্রায় ১০-১৫লাখ টাকার মালামাল পুড়ে যায়। অগ্নিকাণ্ডের সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শাহবাজপুর বাজার বণিক সমিতি ও স্থানীয় সুত্রে জানা গেছে, রাত আনুমানিক ১২ টার পর শাহবাজপুর বাজারের বিজিবি ক্যাম্প রোডের ইসতিয়াক এন্ড মাহিন ট্রেডার্সে আগুন লাগে। স্থানীয় জনতা, ব্যবসায়ী ও শাহবাজপুর পুলিশ ফাঁড়ির সদস্যদের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে দোকানের ৭০ ভাগ পুড়ে যায়।

ইসতিয়াক এন্ড মাহিন ট্রেডাসের স্বত্বাধিকারী আতিকুর রহমান জানান, ‘রাত ১০ টার পর দোকান বন্ধ করে চলে যাই। পরে আনুমানিক রাত ১২ টার পর আমার দোকানের পাশের দোকানের মানুষেরা আগুন লাগার বিষয়টি টের পেলে আমাকে দ্রুত জানান। আমি আসার পর দেখি দোকানের ৭০ ভাগ মালামাল পুড়ে গেছে, ক্ষতির পরিমাণ আনুমানিক ১৫ লাখ।

অগ্নিকাণ্ডের ঘটনাটি তাৎক্ষনিক বড়লেখা ফায়ার সার্ভিসকে ফোনে অবগত করা হলেও যথাসময়ে ঘটনাস্থলে উপস্থিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ী এবং স্থানীয়রা।

এ বিষয়ে শাহবাজপুর বাজার বণিক সমিতির সভাপতি আব্দুর রহমান বাবুল বলেন, ফায়র সার্ভিসকে ফোন দেয়ার দেড় ঘণ্টা পরে পানি ছাড়া একটা গাড়ি ঘটনাস্থলে আসে। তাদের আসার আগেই স্থানীয়রা জীবনের ঝুঁকি নিয়ে পানি এবং বালু ছিটিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। ফায়ার সার্ভিসের এমন ভূমিকা দুঃখজনক বলে আখ্যায়ীত করেন তিনি। উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন ঘটনাস্থল পরিদর্শন করে রোববার দুপুরে ঘটনাটি দুঃখজনক আখ্যায়ীত করে ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আতিকুর রহমানের প্রতি সমবেদনা জানান এবং ফায়ার সার্ভিস কেন যথাসময়ে এসে পৌছায়নি সে বিষয়টি তদন্ত করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা অবগত হয়েছেন বলে জানান তিনি।

আগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বড়লেখা ফায়ার সার্ভিসের ফায়ারম্যান ইনাম আহমদ জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি স্থানীয় জনতার সহায়তায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

সম্পাদনা : মিঠুন রাকসাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়