শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৬ জুন, ২০১৯, ১০:২৬ দুপুর
আপডেট : ১৬ জুন, ২০১৯, ১০:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রস্তাবিত বাজেট ডিজিটাল বাংলাদেশ গড়তে সহায়ক হবে : বিসিসি মেয়র

খোকন আহম্মেদ হীরা, বরিশাল প্রতিনিধি : জাতীয় সংসদের ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে দেশের ইতিহাসের বৃহত্তর বাজেট ঘোষণার জন্য প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

উপস্থাপিত বাজেটকে ‘জনকল্যাণ ও উন্নয়নমুখী’ অভিহিত করে দেশের অর্থনীতিসহ ডিজিটাল বাংলাদেশ গড়তে সহায়ক হবে বলে মন্তব্য করে সিটি মেয়র বলেন, বাংলাদেশ এখন আর গরিব দেশ নয়। বাংলাদেশকে এখন আর কোনো দেশ তলাবিহীন ঝুড়ি বলতে পারবে না। বিগত দশ বছরে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। পৃথিবীর বিখ্যাত তিনজন রাষ্ট্রপ্রধানের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যতম। এটা নিয়ে দেশের জনগণ এখন গর্ব করতে পারেন। তাঁর (প্রধানমন্ত্রী) নেতৃত্বে বাংলাদেশ আজ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে নিম্নআয় থেকে মধ্যমায়ের দেশের স্বীকৃতি লাভ করেছে। প্রধানমন্ত্রীর দুরদর্শীতায় পটুয়াখালীতে পায়রা বন্দর হয়েছে। নিজস্ব অর্থে পদ্মা সেতুর নির্মাণ কাজ চলমানসহ দক্ষিণাঞ্চলে ব্যাপক উন্নয়ন হয়েছে। এক সময়ের অবহেলিত দক্ষিণাঞ্চলে এখন শিল্প কারখানা প্রতিষ্ঠিত হবে। এসব কিছুই সম্ভব হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। তাই আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেটও ‘জনকল্যাণ ও উন্নয়নমুখী’ হবে। একই বিবৃতিতে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ূ ও সার্বিক সফলতা কামনা করেছেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়