শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৬ জুন, ২০১৯, ০৯:১১ সকাল
আপডেট : ১৬ জুন, ২০১৯, ০৯:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হিজাব পরা আমাদের দেশের সংস্কৃতি নয়, বললেন রাশেদ খান মেনন

আসিফ হাসান কাজল : রাসুল (সা.) বলেছেন, মায়ের পায়ের তলায় সন্তানের বেহেশত। তাই যদি হয় তাহলে মেয়েদের সম্পর্কে হুজুররা এসব উল্টোপাল্টা কথা কেন বলবেন? বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

রোববার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আন্তর্জাতিক গৃহশ্রমিক দিবস উপলক্ষে জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়ন আয়োজিত ‘কর্মস্থলে নারীর প্রতি সহিংসতা বন্ধে আইএলও কনভেনশন প্রণয়ন ও বাস্তবায়নে গৃহশ্রমিকের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতকল্পে আইন চাই’ শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে রাশেদ খান মেনন বলেন, ‘এখন এমন অবস্থা হয়েছে যে, এসব কাঠমোল্লাদের ব্যাপারে যা আর বলার না। এখন নাকি শাড়ি পরে নামাজ পড়া জায়েজ নয়, এটা হচ্ছে আমাদের দেশের পরিস্থিতি! আমাদের মা জননীরা শাড়ি পরে নামাজ পড়েছেন, আব্রু রক্ষা করেছেন। তাহলে আপনারা কেন সব উল্টাপাল্টা কথা বলবেন? হিজাব তো আর আমাদের দেশের সংস্কৃতি নয়। এটা সৌদি আরবের তাহলে এটা আমরা কেন পরবো? এমন হলে তো আমাদের মা, দাদী কেউ বেহেশতে যাবেন না।’

নারী অধিকার রক্ষায় আরও বেশি জোর দিয়ে এগিয়ে আসার আহবানও জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে লুৎফুন্নেসা খান বিউটি এমপি বলেন, ‘আমাদের সমাজে ঘরে এখনো এমন অবস্থা যে, সারাদিন কাজ করার পরও একজন গৃহিণীকে শুনতে হয়, সারাদিন বাড়ি বসে কি করেছো?’

সভায় সকলের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘গৃহকর্মীদের গায়ে হাত দেবেন না। তাদের সাথে ভালো ব্যবহার করুন। তিনি গৃহশ্রমিকদের যৌন হয়রানি বন্ধে একত্রিত হওয়ার আহবান জানান তিনি।

এ্যাড. জোবাইদা পারভীনের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন ড. ওয়াজেদ ইসলাম, আবুল হোসাইন, মোস্তফা আলমগীর রতন,মুর্শিদা আক্তার নাহা প্রমুখ।

সম্পাদনা : মুসবা তিন্নি/ অশোকেশ রায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়