শিরোনাম
◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ১৬ জুন, ২০১৯, ০৮:২৯ সকাল
আপডেট : ১৬ জুন, ২০১৯, ০৮:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামাল খাসোগজির হত্যা নিয়ে রাজনীতি না করতে সতর্ক করলেন সৌদি যুবরাজ

আব্দুর রাজ্জাক : সৌদি ভিন্নমতাবলম্বী সাংবাদিক জামাল আহমেদ খাসোগজির হত্যাকাণ্ডের ঘটনা ব্যবহার করে রাজনৈতিক ফায়দা হাসিলের বিরুদ্ধে শনিবার সতর্ক করেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। রোববার আশারক আল-আওসাত পত্রিকায় প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কন্স্যুলেটে নিহত খাসোগজির হত্যাকাণ্ডকে খুবই বেদনাদায়ক বলে অভিহিত করেন। এনডিটিভি, মিরর।

ইস্তাম্বুলের ওই ঘটনায় আঙ্কারার সঙ্গে রিয়াদের ব্যাপক টানাপোড়েন শুরু হয়। খাসোগজি খুন হওয়ার পর থেকে দেশদ্বয়ের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক ক্রমশ খারাপ হতে শুরু করে। উদ্ভুত পরিস্থিতি বিবেচনা করে যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেন, সৌদি আরব তুরস্কসহ সকল মুসলিমদেশের সঙ্গে সুসম্পর্ক চায়। এবং জামাল খাসোগজি খুনের ঘটনায় সৌদি বিচার বিভাগ ন্যয়বিচার করতে প্রতিশ্রুতিবদ্ধ।

জামাল খাসোগজির হত্যার বিচার হতে না হতেই প্রাণনাশের হুমকিতে থাকার কথা জানালেন আরো একটি সৌদি ভিন্নমতাবলম্বী। লন্ডনে বসবাসরত কৌতুক অভিনেতা সৌদি নাগরিক ঘানেম আল-দোসারি বলেন, রিয়াদ কর্তৃপক্ষ তার পেছনে একটি বিশেষ হত্যাকারী দল নিয়োগ করেছে। যে দলটি তুরস্কের ইস্তাম্বুলে খাসোগজিকে হত্যায় নিয়োগ করা হয়েছিলো। দলটি ইতোমধ্যেই তার মোবাইল ফোনও হ্যাক করেছে।

সৌদি রাজপরিবারের এই ৩৯ বছর বয়সী সমালোচক বলেন, তিনি এখন প্রাণনাশের ঝুঁকিতে আছেন। তাকে যেকোনো মূহুর্তে অপহরণ করে হত্যা করা হতে পারে। তার মোবাইল ফোনে ইসরায়েলের তৈরি নজরদারি সফ্টওয়ার ‘পেগাসাস’ ইন্সটল করা হয়েছে। তবে ইতোমধ্যেই এ বিষয়ে উদ্বেগ জানিয়ে গত মঙ্গলবার লন্ডনে সৌদি দূতাবাসে লিখিত অভিযোগ জানানো হয়েছে। এবং রিয়াদ কর্তৃপক্ষ এতে যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হলে ব্রিটেনে মামলা করা হবে বলেও লিখিত অভিযোগে হুমকি দেয়া হয়।

তিনি আরো বলেন, গতবছর লন্ডনের নাইটব্রিজে একবার ওই হত্যাকারী দলের সঙ্গে দেখা হয়। তাদের মধ্যে সৌদি গোয়েন্দা কর্মকর্তা মাহের আব্দুলআজিজ মুতরেবও আছেন। যিনি খাসোগজির হত্যাকারী সন্দেহে সম্প্রতি সৌদিতে আটক ১১ ব্যক্তির মধ্যে আছেন। সম্পাদনা : ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়