শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ১৬ জুন, ২০১৯, ০৭:০০ সকাল
আপডেট : ১৬ জুন, ২০১৯, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আহত সেই নেট বোলারকে উপহার দিলেন ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক : সম্প্রতি নেটে অনুশীলনের সময় ওয়ার্নারের শটের আঘাতে আহত হন নেট বোলার জয়কিশান প্লাহা। হাসপাতাল থেকে ফেরার পর ওয়ার্নার অনুতপ্ত হয়ে প্লাহাকে উপহার দেয়ার পাশাপাশি তার মায়ের সাথে দেখা করে মহানুভবতার পরিচয় দেন।

ভারতের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচকে সামনে রেখে গত ৮ জুন ওভালে দলের সাথে ব্যাটিং অনুশীলন করছিলেন অস্ট্রেলীয় ওপেনার ওয়ার্নার। এ সময় ওয়ার্নারের হাঁকান হাফ ভলি আঘাত করে ঐ মিডিয়াম পেসারের মাথায়। আঘাত পেয়ে সাথে সাথেই মাটিতে পড়ে যান প্লাহা। অতঃপর মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় স্ট্রেচারে করে।

এরপর প্রায় ১৫ মিনিট মাঠে অনুশীলন বন্ধ ছিল। মাঠে ১৫ মিনিট প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হয় মাঠের বাইরে। এরপর মাথার আঘাতপ্রাপ্ত স্থান স্ক্যান করার জন্য ঐ বোলারকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, যেখানে কাটাতে হয়েছে ৪ দিন।

সুস্থ হয়ে ফেরার পর শনিবার (১৫ জুন) ওয়ার্নারের দেখা পান প্লাহা। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে ওয়ার্নার প্লাহার সাথে দেখা করে তাকে জার্সি উপহার দেন। দেখা করেন প্লাহার মায়ের সাথেও।

অনুতপ্ত ওয়ার্নার বলেন, ‘এটি দুর্ভাগ্যজনক একটি ঘটনা ছিল। নেট বোলারদের কাছে আমরা কৃতজ্ঞ। ও আঘাত পাওয়ার পর আমরা বেশ ধাক্কা খেয়েছিলাম। আশা করছি ইংল্যান্ডের বিপক্ষে আমাদের ম্যাচের আগে ও নেটে আসবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়