শিরোনাম

প্রকাশিত : ১৬ জুন, ২০১৯, ০৮:৫৬ সকাল
আপডেট : ১৬ জুন, ২০১৯, ০৮:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আড়াইশ বছর পর কারাগারের সকালের নাস্তার মেন্যু বদলালো

খালিদ আহমেদ: আজ রোববার থেকে দেশের কারাগারগুলোতে সকালের নাস্তার মেন্যু বদলে যাচ্ছে। ব্রিটিশ আমলে এই ‘লাল দালান’ প্রতিষ্ঠার পর থেকেই সাধারণ বন্দি ও হাজতিদের জন্য সকালের নাস্তার মেন্যু ছিলো একটাই। একজন কয়েদি পেতো ১৪.৫৮ গ্রাম গুড় এবং ১১৬.৬ গ্রাম আটা (সমপরিমাণ রুটি)। আর একই পরিমাণ গুড়ের সঙ্গে একজন হাজতি পেতো ৮৭.৬৮ গ্রাম আটা(সমপরিমাণ রুটি)।

আজ থেকে যুক্ত হচ্ছে নতুন কিছু খাবার। ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম জানান, নতুন মেন্যুতে সপ্তাহে ২ দিন থাকবে ভুনা খিচুড়ি, ৪ দিন সবজি-রুটি, বাকী ১ দিন হালুয়া-রুটি।

জেলার মাহবুবুল ইসলাম বলেন, নতুন এই মেন্যুর বিষয়টি জেনে কারাবন্দীরা আনন্দ প্রকাশ করেছে। এছাড়াও দীর্ঘ যুগের মেন্যু পরিবর্তন করে কারাবন্দীদের বিষয় মাথায় রেখে নতুন মেন্যু প্রণয়নের জন্য প্রধানমন্ত্রী সত্যি প্রশংসার দাবিদার।

আজ সকাল ৯টায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে নতুন এই মেন্যু উদ্বোধন করবেন। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়