শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ১৬ জুন, ২০১৯, ০৩:৫৮ রাত
আপডেট : ১৬ জুন, ২০১৯, ০৩:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এমপিও ভুক্তির সিদ্ধান্তে খুশি শিক্ষক-কর্মচারীরা

ফাহাদুল সানি: দীর্ঘ ৯ বছর পর নতুন করে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির এ ঘোষনা এসেছে। তবে এজন্য আর্থিক বরাদ্দের পরিমান জানানো নাহলেও সরকারের এ ঘোষনায় স্বস্তি এসেছে ননএমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীর মধ্যে। এটিএন নিউজ, ১৯:০০

সবশেষ ১৬২৪টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত করা হয় ২০১০ সালে। কিন্তু এরপর যোগ্যতা থাকার পরও অনেক শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও ভুক্ত করা যায়নি।

শিক্ষক কর্মচারীদের আন্দোলনের মুখে নীতিমালা প্রনয়ন ছিল সরকারের প্রতিশ্রুতি। ৯ হাজারের বেশী আবেদন থেকে ২৭৬২ টি প্রতিষ্ঠানকে এমপিও ভুক্ত করা হবে। যদিও কাজ করেছেন ৭৫ হাজার শিক্ষক- কর্মচারী। যার জন্য বাজেট লাগবে প্রায় ১২ কোটি টাকা। বাজেটে শিক্ষকদের এই সিদ্ধান্তকে ইতিবাচক ভাবেই দেখছেন অর্থনীতিবিদরা।

বিশ্লেষক ড. শামসুল আলম বলেন, এটি একটি সাহসী সিদ্ধান্ত এবং জনদাবির পরিপূরক। ভালো ভাবে বিচার বিশ্লেষন করে সঠিক জায়গায় সঠিক ভাবে যেন এটি যায় এবং বাস্তবায়ন করা হয়।

সরকারের তৃতীয় মেয়াদের প্রথম বাজেটে প্রায় ৮৭ হাজার ৬২০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয় শিক্ষা খাতে। যা মোট বাজেটের ১৬.৭৫ শতাংশ। এটাই এখন পর্যন্ত শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ।

সম্পাদনা: কায়কোবাদ মিলন

  • সর্বশেষ
  • জনপ্রিয়