শিরোনাম
◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১৬ জুন, ২০১৯, ০২:৪১ রাত
আপডেট : ১৬ জুন, ২০১৯, ০২:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেষ চার নিয়ে ভাবছেন না তামিম

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড অ্যান্ড ওয়েল্সে অনুষ্ঠিত চলমান বিশ্বকাপে বাংলাদেশ দলের চারটি ম্যাচ শেষ হয়ে গেছে। জয় পেয়েছে একটি দু’টিতে পরাজয় ও একটি বৃষ্টির কারণে পরিত্যাক্ত হয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি বৈরী আবহাওয়ার কারণে না হওয়ায় সেমিফাইনালে উঠার সমীকরণ কঠিন হয়ে গেছে টাইগারদের।

শেষ চার যেতে লাল-সবুজের প্রয়োজন নূন্যতম ১১ পয়েন্ট। ম্যাচ বাকি আরো ৫টি। যেখানে প্রতিটি ম্যাচ জিতলে পয়েন্ট গিয়ে দাঁড়াবে ১৩ তে। একটি হেরে গেলেও সেমির সম্ভাবনা শেষ হয়ে যাবে না।

এমন সমীকরণের পরেও অনেকে এখনই টাইগারদের টুর্নামেন্টের শেষ দেখে ফেলেছেন। এদের অধিকাংশেরই মতামত শেষচারে খেলতে পারবে না বাংলাদেশ। তাদের জন্য আজ বার্তা দিলেন বাংলাদেশ ক্রিকেটের ব্যাটিং স্তম্ভ তামিম ইকবাল। টুর্নামেন্টের মাত্র ৪ ম্যাচ শেষ করে ফিনিশিং লাইন দেখতে চাইছে না টিম বাংলাদেশ। শুধু তাই নয়, কয়টা ম্যাচ জিতলে তারা সেমিফাইনালে যাবেন বা ছিটকে পড়বেন সে বিষয়টি তাদের মাথাতেই নেই। যেটা আছে সেটা হলো বাকি ৫ ম্যাচের অধিকাংশই তাদের জিততে হবে।

তামিম বলেন, ‘কয়টা জিততে হবে আর কয়টা জিতলে আমরা সেমিফাইনালে উঠবো সত্যি কথা এভাবে আমরা কেউ ভাবছি না। আমাদের শেষ ম্যাচ (শ্রীলঙ্কা) হওয়াটা গুরুত্বপূর্ণ ছিল। খেলাটা হলে আমরা যদি জিততে পারতাম তাহলে অবশ্যই আমাদের জন্য ভাল হত। কিন্তু ৫ তারিখের আগে কি হবে না হবে সত্যি কথা এভাবে করে আমরা কেউ ভাবছি না।’

তিনি আরো বলেন, ‘আমাদের আরো ৫টা খেলা বাকি আছে। বলতে পারেন প্রতি ম্যাচ নিয়েই ভাবছি। কারণ ব্যাক অব দ্য মাইন্ডে আমরা জানি এই ৫ টার মধ্যে অধিকাংশই জিততে হবে যদি আমরা শেষ চারে যেতে চাই। আগেই যদি ফিনিশ লাইনটা দেখে নেই তাহলে আমার মনে হয় না এটা ভাল কোন আইডিয়া।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়