শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৬ জুন, ২০১৯, ০২:০৮ রাত
আপডেট : ১৬ জুন, ২০১৯, ০২:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেগা প্রকল্পে বিকল্প মানেই মেগা লস, বললেন নাজনীন আহমেদ

মৌরী সিদ্দিকা : সরকার বৃহৎ সাত প্রকল্পে ১৮ শতাংশ ব্যয়ের প্রস্তাব করেছে বজেটে। এখাতে ধরা হয়েছে ৩৭ হাজার কোটি টাকারও বেশী। সর্বোচ্চ বেশী ব্যয় ধরা হয়েছে রূপপুর পারমাণবিক প্রকল্পে। দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা-মেট্রো রেল। তৃতীয় স্থানে রয়েছে স্বপ্নের পদ্মা সেতু। - ডিবিসি, ১২ : ০০

টাকার অংকে ইতিহাসের সর্বোচ্চ বড় প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য বাজেট থাকছে ১৪ হাজার ৯শ ৮০ কোটি টাকার বরাদ্দ প্রস্তাবনা। বাজেট প্রস্তাবনায় মেট্রোরেল প্রকল্পে ধরা হয়েছে ৭ হাজার ২শ কোটি টাকা। পদ্মা সেতু প্রকল্পে বরাদ্দ ধরা হচ্ছে ৫ হাজার ৩শ ৭০ কোটি ৬৯ লাখ টাকা।
এখন মেগা প্রকল্পের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষক ও অর্থনীতিবিদরা। তাদের মতে, মেগা প্রকল্পের ব্যাপারে অবশ্যই স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

অর্থনীতিবিদ নাজনীন আহমদ বলেন, মেগা প্রকল্পগুলো নিয়ে বাজেট বক্তৃতায় আরও ব্যাপক আলোচনা থাকা উচিত ছিল। পদ্মা সেতুতে ব্যয় নিয়ে একটি পর্যালোচনা থাকা জরুরী ছিল। কেননা এসব তথ্য জনগণের জানার অধিকার আছে। মেগা প্রকল্পে বিলম্ব মানেই মেগা লস।

তিনি বলেন, বড় প্রকল্প বাস্তবায়নে প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে শূন্যতে নামাতে হবে দুর্নীতি। পদ্মা সেতুর ব্যয় ধরা হয়েছিল ১০ হাজার কোটি টাকা। সেটা হয়ে গেছে ৩০ হাজার কোটি টাকা। গত অর্থবছরে সব টাকা ব্যয় করা যায়নি। সম্পাদনা : কায়কোবাদ মিলন

  • সর্বশেষ
  • জনপ্রিয়