শিরোনাম

প্রকাশিত : ১৬ জুন, ২০১৯, ০১:৩৪ রাত
আপডেট : ১৬ জুন, ২০১৯, ০১:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তথ্য সংগ্রহে কিছুটা গা ছাড়া ভাব থাকায় হুমকি অনুভব করছে ডিএমপি

ফাহাদুল সানি: তথ্য সংগ্রহে কিছুটা গা ছাড়া ভাব থাকায় হুমকি অনুভব করছে ডিএমপি। তাই আবারও গণসংযোগ কার্যক্রম শুরু করেছে ডিএমপি। শনিবার ডিএমপির মিডিয়া সেন্টারে এক ব্রিফিং য়ে গণসংযোগ সপ্তাহ চালুর ঘোষনা দেন ডিএমপি কমিশনার। এটিএন নিউজ, ১৫:০০

১৫-২১ জুন পর্যন্ত থানা পর্যায়ে ভাড়াটিয়ার তথ্য সংগ্রহ করা হবে। পরে একটি বিশেষ টিম তথ্য সংগ্রহের কোন ত্রুটি বিচ্যুতি থাকলে ক্ষতিয়ে দেখবে। ২২ লক্ষ পরিবারের ৬২ লক্ষ মানুষের তথ্য সংগ্রহ করেছে ডিএমপি।

এ ব্যবস্থা কার্যকর করতে পারলে শুধু জঙ্গি কার্যক্রম নয় গতানুগতিক যে কোন অপরাধও কমিয়ে আনা সম্ভব। রাজধানী বাসির তথ্য সংগ্যহ করায় হলি আটিজনের পর রাজধানীতে কোন জঙ্গি হামলার ঘটনা ঘটেনি বলে দাবি করেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

ডিএমপি কমিশনার মো: আছাদুজ্জামান মিয়া বলেন, কোন সন্ত্রাসী ঢাকা শহরে এসে বাসা ভাড়া নিতে কষ্ট হচ্ছে। অন্যদিকে এই তথ্য সংগ্রহ করে অনেক হত্যাকাণ্ড, ডাকাতির বিষয়ে আমরা জানতে পেরেছি। এখন ভাড়াটিয়ারা তথ্য দিচ্ছে না, বাড়ির মালিক তথ্য দিচ্ছে না বা আমাদের পুলিশের মাঝেও ঢিলেঢালা ভাব লক্ষ্য করেছি।

তিনি আরও বলেন, এসব কারণে আমরা আবার সেই জঙ্গিবাদ, মাদক, সন্ত্রাসের হুমকির অনুভব করছি। এই প্রেক্ষাপটে আমরা আবার এটা শুরু করেছি। সম্পাদনা: কায়কোবাদ মিলন

  • সর্বশেষ
  • জনপ্রিয়