শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৫ জুন, ২০১৯, ১১:৫৭ দুপুর
আপডেট : ১৫ জুন, ২০১৯, ১১:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুশ্চিন্তায় কয়েক হাজার আম চাষী, বিপাকে পাঁচ শতাধিক ব্যবসায়ী, কর্মহীন হওয়ার শংকায় কয়েকশ দিনমজুর

তাপস কুমার, নাটোর: নাটোরের একডালা গ্রামের হাট সিংহারদহ। এই এলাকায় গড়ে ওঠা প্রাণ এগ্রো লিমিটেড-এ আম পাল্পিংয়ের মাধ্যমেই ম্যাঙ্গো ড্রিংক, জুস, ম্যাঙ্গো বারসহ তৈরি হয় দেশিয় বিভিন্ন খাদ্যসামগ্রী। কিন্তু চলতি মৌসুম থেকে আম পাল্পিং থেকে নিজেদের গুটিয়ে নিতে শুরু করেছে নাটোরের প্রাণ এগ্রো লিমিটেড। এরই অংশ হিসেবে চলতি মৌসুমে প্রতিষ্ঠানটিতে সীমিত পরিসরে শুরু হয়েছে আম সংগ্রহ ও পাল্পিং কার্যক্রম। প্রতিবছর এ কার্যক্রমের উদ্বোধনে নানা আনুষ্ঠানিকতা পালন করলেও এ বছর প্রচারবিমুখ ছিল প্রতিষ্ঠানটি। আম সরবরাহের জন্য বাগান মালিকদের সাথে ব্যবসায়ীদের অগ্রিম অর্থ চুক্তি থাকায় হঠাৎ করে সরবরাহ সীমিত করার ঘটনায় দুশ্চিন্তায় রয়েছে জেলার কয়েক হাজার আম চাষী। বিপাকে পড়েছেন অর্থ লগ্নি দেওয়া প্রায় পাঁচ শতাধিক আম ব্যবসায়ী। এছাড়া কর্মহীন হওয়ার শংকায় রয়েছেন কয়েকশ দিনমজুর।
একাধিক আম চাষী ও সরবরাহকারী জানান, মৌসুমের শুরুতে পর্যাপ্ত পরিমাণ আম সরবরাহের টার্গেট নিয়ে বাগান ইজারা নেন তারা। আমের ফলন ভালো হওয়ায় সরবরাহের প্রাক্কালে তারা জানতে পারেন প্রাণ এগ্রো লিমিটেডের নাটোর কারখানায় আম পাল্পিং কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেয়ায় তারা আর আম কিনবে না । এর পরিবর্তে পাল্পিং কার্যক্রম চলবে রাজশাহীর গোদাগাড়িস্থ বরেন্দ্র ইন্ডাস্ট্রিয়াল পার্ক কারখানায়। এ ঘটনায় বিক্ষুদ্ধ চাষীরা স্থানীয় জনপ্রতিনিধি মারফত প্রাণ কর্তৃপক্ষকে সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানালে চাপের মুখে অল্প পরিসরে আম সংগ্রহের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

ইব্রাহিম হোসেন নামে এক আম সরবরাহকারী বলেন, গত মৌসুমে কোম্পানিতে তিনি প্রতিদিন প্রায় ১০ থেকে ১২ টন আম সরবরাহ করেছেন। সেখানে এবার তার কাছ থেকে সর্বোচ্চ ৪ টন আম সরবরাহ নেওয়া হচ্ছে। প্রত্যেক সরবরাহকারীর কাছ থেকে গত মৌসুমের তুলনায় অনেক কম আম নেওয়া হচ্ছে। ফলে তারা বাগান মালিকদের যে টাকা অগ্রিম দিয়েছেন সে টাকা ওঠানোই দুরুহ হবে। পুজি হারানোর শংকায় এখন তাদের দিন কাটছে।

আম সংগ্রহ ও পাল্পিং কার্যক্রম সম্পর্কে জানতে প্রতিষ্ঠানটির একডালা হাট সিংহারদহস্থ কারখানায় গেলে সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) জুলফিকার হায়দার প্রতিষ্ঠানটির প্রধান অফিসে যোগাযোগের পরামর্শ দেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ওমর ফারুক বলেন, কয়েকশ আম চাষী ও সরবরাহকারী তার কাছে এসে বিষয়টি জানালে তিনি প্রাণ কর্তৃপক্ষের সাথে এ নিয়ে কথা বলে সরবরাহকারীদের কাছ থেকে আম সংগ্রহের দাবি জানান। পরবর্তীতে সীমিত আকারে আম সংগ্রহ কার্যক্রম শুরু করা হয়। তিনি আরও বলেন অন্যান্য বছরে আম মৌসুমে এই এলাকায় যে প্রাণচাঞ্চল্য ছিল এবার তা নেই। আম চাষী ও সরবরাহকারীদের মধ্যেও কোনো শান্তি নেই। পুঁজি হারানোর শংকায় দিন কাটছে তাদের।

প্রাণের ঢাকাস্থ হেড অফিসের সহকারী ব্যবস্থাপক হুমায়ন কবির বলেন, চলতি মৌসুম থেকে রাজশাহীর গোদাগাড়িস্থ বরেন্দ্র ইন্ডাস্ট্রিয়াল পার্ক কারখানায় আম সংগ্রহ ও পাল্পিং কার্যক্রম শুরু হচ্ছে। তবে স্থানীয় চাষী ও ব্যবসায়ীদের কথা বিবেচনায় রেখে নাটোর কারখানায় এবার স্বল্প পরিসরে আম পাল্পিং করা হচ্ছে। নাটোর কারখানায় টমেটোসহ আরও অন্যান্য ফলফলাদি দিয়ে তৈরি করা হচ্ছে বিভিন্ন খাদ্যসামগ্রী। নতুন এসব কার্যক্রমে আরও লোকের কর্মস্থানের সুযোগ রয়েছে। এখানে শ্রমিকদের কর্মহীন হওয়ার কোনো শংকা নেই। সম্পাদনা : মিঠুন রাকসাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়