শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ১৫ জুন, ২০১৯, ১০:২৬ দুপুর
আপডেট : ১৫ জুন, ২০১৯, ১০:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লেবাননে বসবাসকারি বাংলাদেশিদের চিকিৎসা সেবা দিল বাংলাদেশ নৌ বাহিনী

নুর নাহার : সীমান্ত রক্ষার পাশাপাশি সামাজিক কাজেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বাংলাদেশ নৌ বাহিনী। বৃহষ্পতিবার লেবাননে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে দিনভর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করেন তারা। নিউজ২৪-৯.০০

সামাজিক এই র্কাযক্রমের বিষয়ে নৌ কর্মকর্তা এবং বাংলাদেশের রাষ্ট্রদূত বলেন, লেবাননে অবস্থিত বাংলাদেশিদের চিকিৎসা সেবা দেয়ার জন্যই এই আয়োজন।

বাংলাদেশিদের ভারী অস্ত্রবাহী জাহাজ বিএনএস বিজয় দেখতে লেবাননে কোমলমতি শিশুরা ভিড় করেন। সেখানে বসবাসকারি বাংলাদেশিদের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষধ বিতরণ করেন নৌ বাহিনীর সদস্যরা। নৌ বাহিনীর এমন উদ্যোগে খুশি বসবাসকারিরা।

লেবাননে বসবাসকারি একজন বাংলাদেশি বলেন, আমরা তো লেবাননের ভাষা বলতে পারি না। সুতরাং আমাদের রোগের কথাও তাদের বোঝাতে পারি না। তাই ওষধ নিতেও সমস্যা হয়। এখানে বাংলাদেশি ডাক্তার পেয়ে আমাদের খুবই ভালো লাগছে।

আরেকজন বলেন, ভবিষ্যতে যাতে এই নিয়মটি চালু থাকে আমরা এটিই চাই। ওষধ যেটা পেয়েছি আর একটু বেশি হলে ভালো হতো।

খুলনা নৌ অঞ্চলের কমান্ডার কমোডর মোজাম্মেল হক বলেন, আমরা দেশ ও বিদেশে এ ধরণের উদ্যোগ আরো অনেক বেশি নেবো।

লেবাননের রাষ্ট্রদূত আব্দুল মোতালেম সরকার বলেন, আমরা আরো বেশি সচেতন হবো এবং প্রতি বছর এমন আয়োজন করতে পারি। প্রবাসি বাংলাদেশীদের জন্যই এ আয়োজন।

সমুদ্রসীমায় দক্ষতা বাড়ানোর পাশাপাশি সামাজিক মাধ্যমে কাজ করে যাচ্ছে বাংলাদেশ নৌ বাহিনী। তারই অংশ হিসেবে লেবাননে এই চিকিৎসাসেবা প্রদান। কায়কোবাদ মিলন

  • সর্বশেষ
  • জনপ্রিয়