শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ১৫ জুন, ২০১৯, ০৬:৪৫ সকাল
আপডেট : ১৫ জুন, ২০১৯, ০৬:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করবেন না: ইসরাইলকে সতর্ক করল আমেরিকা

নিউজ ডেস্ক: চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ঘনিষ্ঠ করার বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলকে সতর্ক করেছে আমেরিকা। নিরাপত্তার দিক উল্লেখ করে আমেরিকা ইসরইলকে এ সতর্কবার্তা দিয়েছে। বৃহস্পতিবার সিনেটের আর্মড সার্ভিসেস কমিটিতে এ বিল পাস হয়েছে। সূত্র: বাংলাদেশ টুডে

মার্কিন সিনেট তাদের সর্বশেষ সামরিক বাজেট বিলে বলেছে, হাইফা বন্দর পরিচালনার জন্য চীনকে দায়িত্ব না দেয়ার বিষয়ে ইসরাইলকে হুঁশিয়ার করা হয়েছে। দীর্ঘদিন ধরে এই বন্দরে মার্কিন ৬ষ্ঠ নৌবহরের ঘাঁটি ছিল। এছাড়া, বহুদিন ধরে হাইফা বন্দর এলাকায় আমেরিকা ও ইসরাইলের সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি চীনের সাংহাই ইন্টারন্যাশনাল পোর্ট গ্রুপ ইসরাইলের সঙ্গে চুক্তি করেছে যার আওতায় এ কোম্পানি ২৫ বছর ধরে হাইফা বন্দর পরিচালনা করবে। ২০২১ সাল থেকে বন্দরটি পরিচালনার দায়িত্ব নেবে চীনা কোম্পানিটি।

সিনেটের বাজেট বিলে বলা হয়েছে, “হাইফা বন্দরে ভবিষ্যতে আমেরিকার নৌবাহিনীর উপস্থিতির প্রয়োজন হবে কিন্তু চীনের সঙ্গে চুক্তির কারণে সে ক্ষেত্রে নিরাপত্তা সংকট তৈরি হবে। এছাড়া, ইসরাইলে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে নিরাপত্তা ঝুঁকিও বিবেচনায় নেয়ার কথা বলেছে আমেরিকা।

ইসরাইলের কয়েকটি গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণ করে দেয়ার চুক্তি করেছে চীন। গত বছর মার্কিন কর্মকর্তারা বলেছেন, যে ইসরাইলের বন্দর নির্মাণ করে দেয় চীন, সেই ইসরাইলের বন্ধু হতে পারে না আমেরিকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়