শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ১৫ জুন, ২০১৯, ০৬:১৮ সকাল
আপডেট : ১৫ জুন, ২০১৯, ০৬:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে সাইকেল র‌্যালি

মুহাম্মদ ইলিয়াস হোসেন, ঢাবি: ভারতের জাতির জনক অহিংস আন্দোলনের নেতা মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে একটি সাইকেল র‌্যালির আয়োজন করা হয়। শনিবার (১৫ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শুরু করে র‌্যালিটি ভারতীয় হাই কমিশনের সামনে গিয়ে শেষ হয়। ভারতীয় হাই কমিশনার শ্রীমতি রীভা গাঙ্গুলি দাশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান উপস্থিত থেকে র‌্যালিটির উদ্বোধন করেন।

ভারত সরকার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহাত্মা গান্ধীর সার্ধশততম জন্মবার্ষিকী পালন করছে। এরই অংশ হিসেবে এই সাইকেল র‌্যালির আয়োজন করা হয়েছে বলে জানা গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাবের সদস্যরাসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উক্ত র‌্যালিতে অংশ নেয়।

এসময়ে শ্রীমতি রীভা গাঙ্গুলি দাশ সমবেতদের উদ্দেশে তার দেয়া বক্তব্যে বলেন, আমরা এমন একটি সময়ে বাস করছি যখন গান্ধীজির আদর্শ ও বাণী তার জীবিতকালের চেয়েও বেশি প্রাসঙ্গিক। এখনো তার জীবন ও কর্ম বিশ্বের অগণিত মানুষকে অনুপ্রেরণা দেয়। এই সময়ে তিনি অনুষ্ঠানে উপস্থিত তরুণদের প্রতি মহাত্মা গান্ধীর আদর্শকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতি আহ্বান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়