শিরোনাম
◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মুজিবনগর দিবস বাঙালির শৃঙ্খলমুক্তির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৫ জুন, ২০১৯, ০৫:৩২ সকাল
আপডেট : ১৫ জুন, ২০১৯, ০৫:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিউ ইয়র্কে রাস্তা পারাপারে ফোন ব্যবহার বন্ধে আইন

অনলাইন ডেস্ক : রাস্তায় ব্যবহৃত ব্যক্তিগত ইলেকট্রনিক ডিভাইস ট্রাফিক অনেক দুর্ঘটনার কারণ। এতে প্রাণহানির ঘটনা ঘটছে। এসব বিবেচনায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের আইনপ্রণেতারা মুঠোফোনে মেসেজিং বা রাস্তায় গেম খেলাসহ এসব কার্যক্রমকে অপরাধ বলে বিবেচনা করছেন। এ লক্ষ্যে অঙ্গরাজ্যের সিনেটে ইতোমধ্যে একটি বিল উত্থাপন করা হয়েছে। গত বছর স্টেট সিনেটর ফেলিক্স ডব্লিউ অরতিজ বিলটি প্রস্তাব করেন। আর গত সপ্তাহে বিলটি পুনরায় উত্থাপন করেন স্টেট সিনেটর জন ল্যু। তিনি আশা প্রকাশ করেন যে, বিলটি পাস হবে।

২০১৯ সালে গভর্নর হাইওয়ে সেফটি অ্যাসোসিয়েশনের একটি প্রতিবেদন অনুসারে, ২০১৮ সালের ট্র্যাফিক দুর্ঘটনায় ছয় হাজার ২২৭ জন পথচারী নিহত হয়েছে। প্রায় তিন দশকের মধ্যে এটিই সবচেয়ে বেশি।
উত্থাপিত বিলের প্রস্তাবনায় বলা হয়েছে, রাস্তা পারাপারের সময় মোবাইল ফোন হাতে নিয়ে মোবাইল ফোনের দিকে তাকিয়ে রয়েছেন- এমন লোকদের জরিমানা করা হবে। ১৮ মাসের মধ্যে এ ধরনের অপরাধ আবারও করলে ওই পথচারীদের ২৫০ ডলার পর্যন্ত জরিমানা গুণতে হবে।

প্রস্তাবিত বিল অনুযায়ী, পথে চলতি অবস্থায় বহনযোগ্য ইলেক্ট্রনিক ডিভাইসে (মোবাইল, ট্যাব ইত্যাদি) কোনও ছবি আদান-প্রদান, গেম খেলা, ওয়ার্ল্ড ওয়াইড পেজে নির্দেশনা (কমান্ড) বা অনুরোধ পাঠানো, ইমেইল কম্পোজিং, সেন্ডিং, রিডিং, ভিউইং, এক্সেসিং, ব্রাউজিং, টেক্সট মেসেজসহ অন্যান্য ইলেক্ট্রনিক ডাটা আদান-প্রদান নিষিদ্ধ করা হবে।
তবে যেসব লোক জরুরি কাজে করেন- যেমন, ইমার্জেন্সি রেসপন্স অপারেটর, হাসপাতাল, ডাক্তার, অগ্নিনির্বাপণ বা পুলিশ কর্মকর্তার সঙ্গে যোগাযোগের প্রয়োজনে পথে চলার সময় মোবাইল ব্যবহার করবেন তারা নতুন বিলটির আওতামুক্ত থাকবেন।

পূর্ণ ভোটে আসার আগে বিলটি অবশ্যই বিধানসভা ও সিনেটে পরিবহন কমিটির দ্বারা অনুমোদিত হবে। একই ধরনের আইন হাওয়াই এবং ক্যালিফোর্নিয়াতেও প্রণীত হতে যাচ্ছে বলে জানা গেছে।
অবশ্য হনোলুলুতে ২০১৭ সালে একই ধরনের আইন পাস করা হয়, যা সেখানে পথচারীদের কাছে বিভ্রান্তকারী আইন হিসেবে পরিচিতি পায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়