শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ১৫ জুন, ২০১৯, ০৬:০০ সকাল
আপডেট : ১৫ জুন, ২০১৯, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অধ্যাপক সায়ীদ  একটু বেশিই মজা নিয়ে ফেলেছেন প্রবাসীদের নিয়ে

ফরহাদ টিটু : একটু বেশিই মজা নিয়ে ফেলেছেন উনি প্রবাসীদের নিয়ে। একজন এতো নামি মানুষের এতো ভালোবাসা পাওয়া মানুষ কীভাবে এভাবে জনসমক্ষে মজা করতে পারেন নিজের দেশের লেখাপড়া কম জানা, খেটে খাওয়া মানুষদের নিয়ে। ইউরোপ-উত্তর আমেরিকা থেকে মিডলইস্ট ট্রানজিট করে দেশে ফেরার পথে এমন অভিজ্ঞতা কয়েকবার আমার আছে। অধ্যাপক স্যারের মতো আমিও অনেক প্রবাসীর ডিসএম্বারকেশন/অবতরণ কার্ড ফিলআপ করে দিয়েছি বিমানে বসে। একজনকে সাহায্য করতে গিয়ে অনেকজনের হাত এগিয়ে এসেছে আমার দিকে। তাদের মুখে ফুটে উঠেছে বিনয় আর লাজুক ভাব, চোখে বিশাল শ্রদ্ধা (আমার প্রতি)। বিমান অবতরণের সঙ্গে সঙ্গে দেখেছি কে কার আগে ওভারহেড বীন থেকে লাগেজ/ব্যাগ নেবেন তার প্রতিযোগিতা । মাথার উপর মাথা উঠিয়ে বিমানের জানালা দিয়ে দেশ দেখার এক প্রচ- উন্মাদনা।  হবেই তো। এই মানুষগুলো তো আলোকিত স্যারের মতো যখন-তখন বিমানে চড়ার সুযোগ পান না। অতি সম্মানিত অতিথি হয়ে বিদেশ ভ্রমণে যাওয়ার স্বপ্নও দেখতে পারেন না ।

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হাড়ভাঙা পরিশ্রম করে, কখনো মালিক পক্ষের হাতে নির্যাতিত, বঞ্চিত হয়ে দেশে ফিরতে থাকা এই গ্রাম্য, পুঁথিগত শিক্ষায় কম শিক্ষিত মানুষগুলো দেশে ফেরেন দুই, তিন বা চার বছরে একবার। তাদের সেই ফেরা স্যারের শ্রেণির মহাসম্মানিত, বিত্তবান মানুষদের মতো খুব স্বাভাবিক ব্যাপার নয়। তাদের ফেরা ‘জেলজীবন’ থেকে এক ধরনের সাময়িক মুক্তি, মায়ের কোলে ফিরে যাওয়া । বিমান অবতরণের সময় তো তারা পাগল হবেনই দেশ দেশ করে। এ নিয়ে হাসি তামাশার কি হলো।

উপরে মিডলইস্ট থেকে বাংলাদেশের ফ্লাইটে আমার যে অভিজ্ঞতার কথা আমি বলেছি সে অভিজ্ঞতা বহু বাংলাদেশির আছে যারা আমারই মতো সহযাত্রীদের সহযোগিতা করেছেন তাদের অবতরণপত্র পূরণ করতে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়