শিরোনাম
◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ১৫ জুন, ২০১৯, ০৬:০০ সকাল
আপডেট : ১৫ জুন, ২০১৯, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিছু লোক জানলো যে বাসদ বলে একটা দল আছে, যারা স্ট্যালিনের মর্যাদা রক্ষার লিজ নিয়ে বাংলাদেশে বসে আছে!

লীনা পারভীন : ১২ জুন ফেসবুকে দেখলাম ‘স্ট্যালিন’ সাবজেক্ট হয়ে সামনে আসছে। বিষয় মাথায় ঢুকছিলো না হঠাৎ করে স্ট্যালিন কেন ফেসবুকে? একজন আমাকে সমৃদ্ধ করেছে একটি ভিডিও দিয়ে। ওমা টিনের চালে কাক, আমি তো অবাক আরে এ যে দেখি আমার সাবেক কলিগরা সব (অবিভক্ত)। এদ্দিন ভাবতেছিলাম এরা গেলো কই? বেঁচে বর্তে আছে তো? আমার সন্দেহ ভুল প্রমাণ করে তারা বুঝাই দিলো যে তারা মরে নাই। এখনো জিন্দা আছে। রাস্তায় জনগণের পাশে না থাকলে কি হবে, পীরবাবা স্ট্যালিনের আত্মাকে শান্তি দিতে তারা নাটকের বিরুদ্ধে মিছিল নামিয়েছে। যাবাব্বা। শিল্প-সংস্কৃতির বিকাশ নিয়ে যারা আন্দোলন করে আসছিলো, আমাদের উন্নত শিল্প সংস্কৃতির শিক্ষা দিলো তারাই আজকে নাটক বন্ধের মিছিল করছে, ঘেরাও কর্মসূচি ঘোষণা দিচ্ছে। ওবুক, আমি কি তাইলে ভুল বুঝছিনু এতলা বছর ধরি ও কওমিরেড্রা, দলের নাম পাল্টায় লন। নাকি জামায়াতের নয়া ব্যানারে যাইতাছেন? বাভারে বাভা। কত্তোবড় আন্দোলনকারীরে ভাবা। দেশে এত্তোকিছু ঘটে গেলো এসি থাইকা বাইরাই নাই আর এক নাটকে উনাদের চেতনা ধ্বংস হয়া গেলোরে ভাবা। যাক অন্তত এক মিছিলে হইলেও তো ভাইরাল হইলো। কিছু লোক জানলো যে বাসদ (খা-ব) বলে একটা দল আছে যারা স্ট্যালিনের মর্যাদা রক্ষার লিজ নিয়ে বাংলাদেশে বসে আছে। জয় সমাজতন্ত্রের জয় (সর্বনাশের চূড়ান্ত), জয় বাম রাজনীতির জয় (মৃত ফসিল), জয় বাসদ (খা-ব)’র জয় (ধান্দাবাজির বাজারে রমরমা আসর)।

নির্বাচিত মন্তব্য : শফিকুল ইসলাম- নাটক বন্ধের আন্দোলন অত্যন্ত বুদ্ধিদীপ্ত আন্দোলন, সরকারও খুশি বিরোধী দলও খুশি, আবার মৌলবাদের ধন্যবাদ তো আছেই, আচ্ছা স্টালিন এরা জানে তো? জানলেও বুঝে তো? বুঝলেও হৃদয়ে লালন করে তো? আর হৃদয়ে থাকলে কে কি বললো তা নিয়ে ভাববো কেন?

২. আল-আমিন হাওলাদার শ্রাবণ-আপা বুঝলাম না আপনার বাসদে এতো গাত্র দাহ কেন। আপনি ভালো ফেসবুক একটিভিস্ট তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু আপনি কি বুঝেশুনে মন্তব্য করেন নাকি আঁতেল হওয়ার চেষ্টা করেন, জানি না আপনার সঙ্গে এগুলো যায় না। ফেসবুকে তো আপনাকে ভালোই হাসিখুশি দেখি, কিন্তু আপনি মনে হয় বাসদ নিয়ে অসুখী। অনেকদিন ধরে আপনার মতামত দেখছি, কিন্তু কোনো মন্তব্য করেনি, আপা সরকারি দলের জন্যই আপনার মতামত মানায় আমাদের মতো অল্প সংখ্যক লোকের প্রিয় দল বাসদ নিয়ে আপনার মতামতে আপনার আঁতেলীয় চিন্তার ভাটা পড়বে, আপা খামাখা কি দরকার আমাদের নিয়ে ভাবার। ভালো থাকুন... ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়