শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৫ জুন, ২০১৯, ০৬:০০ সকাল
আপডেট : ১৫ জুন, ২০১৯, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যান্ড বা লেখককে ৫৭ ধারায় গ্রেপ্তার করে কোনোদিন ইতিহাসের সত্যকে বন্দি করা যায় না

রাশেদ খান : কলেজে থাকতে একদিন বায়োলজি ক্লাসে প্রবেশ করে খালেকুজ্জামান স্যার বললেন, তোমরা সবাই বইয়ের সব পেজ পড়তে পারো ইচ্ছা করলে। কিন্তু ৫৬ নম্বর পেজটা পড়ার দরকার নেই। পরের দিন স্যার আবার ক্লাসে আসলেন, এসে জিজ্ঞেস করলেন আচ্ছা সৎসাহস নিয়ে বলো তো গতকাল বারণ করবার পরও কারা কারা বইয়ের ৫৬ নম্বর পেজটা খুলে পড়েছো? অবাক হয়ে খেয়াল করলাম আমিসহ ক্লাসের সবাই হাত তুলে বসে আছে। স্যার তখন হেসে বললেন এটা হচ্ছে হিউম্যান ন্যাচার। নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ সবসময় বেশি। নিষিদ্ধ ঘোষণা করার আগে মতিউর রহমান রেন্টু রচিত ‘আমার ফাঁসি চাই’ বইটির নাম আমি জানতাম না।

যখন জানলাম বইটিতে অনেক অজানা কিছুকে জানানো হয়েছে, তখন বইটির ব্যাপারে আগ্রহ বেড়ে যায় এবং এর পিডিএফ সংগ্রহ করে পড়া শেষ করি। সরকার ব্যান্ড করেছে ‘আমি সিরাজুল আলম খান’ বইটিকে। বইটি প্রকাশের পর যতো মানুষ এই বইয়ের ব্যাপারে আগ্রহী ছিলো তার চেয়ে বেশি মানুষ আগ্রহী হয়ে উঠেছে বইটি নিষিদ্ধ ঘোষণা করার পর। আমার কাছেই প্রায় ৫০ জনের মতো ম্যাসেজ করেছে বইটির পিডিএফ ফাইলের লিংক চেয়ে। ব্যান্ড করে বা লেখককে ৫৭ ধারায় গ্রেপ্তার করে কোনোদিন ইতিহাসের সত্যকে বন্দি করা যায় না। ইতিহাসের শিক্ষা হচ্ছে ইতিহাস তার নিজের তাগিদে সত্যকে খুঁজে নেবে। ইতিহাসের আরো একটি শিক্ষা হচ্ছে নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আগ্রহ সবসময় বেশি। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়