শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৫ জুন, ২০১৯, ০৩:৫৬ রাত
আপডেট : ১৫ জুন, ২০১৯, ০৩:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাবনায় পৃথক ২টি বজ্রপাতে ঘটনায় ৫ জন নিহত

কাজী বাবলা, পাবনা প্রতিনিধি : পাবনার বেড়া ও ভাঙ্গুড়া উপজেলায় পৃথক ২টি বজ্রপাতের ঘটনায় স্কুলছাত্রীসহ ৫ জন নিহত ও একজন আহত হয়েছে। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটেছে।

বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ জানান, শুক্রবার বিকেলে বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নের আগবাগশোয়া গ্রামের কয়েকজন কৃষক চড়ে বাদাম তুলছিলেন। এ সময় বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হলে ৪ জন আহত হয়। তাদের উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন, উপজেলার আগবাগশোয়া গ্রামের মৃত জিনাত প্রামানিকের ছেলে আব্দুল মান্নান (৫০), মৃত হবি মোল্লার ছেলে আব্দুস সালাম (৪৯) ও মনছের মল্লিকের ছেলে আনছের মল্লিক (৪৭)।

একই ঘটনায় আহত একই গ্রামের একই ইউনুস মোল্লার ছেলে এরশাদ মোল্লা (২৬) বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। একই সময় বেড়া উপজেলার আমিনপুর থানার চর বুড়ামারা গ্রামের ৭ম শ্রেণির ছাত্রী নাছিমা খাতুন (১২) বাড়ির পাশে চড়ে বাদাম তুলতে গিয়ে বজ্রপাতে নিহত হয়। সে বুড়ামারা গ্রামের শমসের প্রামানিকের মেয়ে।

অন্যদিকে একই সময় ভাঙ্গুড়া উপজেলায় বিলে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে শামীম আহম্মেদ (৩২) নামে এক কৃষক নিহত হন। নিহত শামীম উপজেলার নৌবাড়িয়া মধ্যপাড়া গ্রামের হাড়ান সরদারের ছেলে।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানান জানান, শুক্রবার বিকেলে শামীম কারেন্ট জাল নিয়ে উপজেলার নৌবাড়িয়া গ্রামের আঠারোবাড়িয়া বিলে মাছ ধরতে যান। হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে বজ্রাপাতে শামীম আহমেদ গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। সম্পাদনা : এন এম কে হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়