শিরোনাম
◈ গাজায় মানবসৃষ্ট দুর্ভিক্ষ চলছে, দায়ী ইসরায়েল: ইইউ ◈ রাখাইনে আরো একটি শহর দখল করেছে আরাকান আর্মি ◈ পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি চার ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক ◈ বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে সরকার টু শব্দ করার সাহস পাচ্ছে না: বিএনপি ◈ এমভি আবদুল্লাহ জাহাজে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালিয় পুলিশ ও বহুজাতিক নৌবাহিনী ◈ জীবনের নিরাপত্তা চেয়ে ডিবিতে অভিযোগ করলেন জবি ছাত্রী ◈ ঈদের পর কাওরান বাজার যাবে গাবতলীতে: মেয়র আতিক ◈ আবদুল্লাহ জাহাজে থাকা কয়লায় দুর্ঘটনার ঝুঁকি নেই: এস আর শিপিং ◈ পাপেট সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত সব নির্বাচন ত্রুটিপূর্ণ বলবে যুক্তরাষ্ট্র: জয় 

প্রকাশিত : ১৫ জুন, ২০১৯, ০১:৩০ রাত
আপডেট : ১৫ জুন, ২০১৯, ০১:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কর্মসংস্থান আছে বলেই ধান কাটার লোক পাওয়া যায় না, বললেন প্রধানমন্ত্রী

শিমুল মাহমুদ : তিন কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা আছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ধান কাটার জন্য লোক পাওয়া যাচ্ছে না কেন? যদি এতো বেশি বেকার থাকে। তাহলে তো যে ধান কাটলে দিনে চারশ, পাঁচশ টাকা পাবে, সঙ্গে আবার তিনবেলা খাবার। দুইবেলা খেতে পারবে, একবেলা বাড়ি নিয়ে যেতে পারবে। সে লোক কেন পাওয়া যাচ্ছে না এটা কি একবার বিবেচনা করেছেন?’

শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
সংবাদ সম্মেলনে ২০৩০ সালের মধ্যে তিন কোটি মানুষের কর্মসংস্থানের সুনির্দিষ্ট ব্যাখ্যা জানতে চান একজন সাংবাদিক। এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমরা কর্মসংস্থানের কথা বললেই সব হয়ে যায় চাকরি দেয়া। ১৬ কোটি মানুষকে কি চাকরি দেওয়া যায়? কোনো দেশ দেয়? কোনো মানুষ কি একটা চাকরি নিয়েই বসে থাকে সারা জীবন? মানুষ যেন কাজ করে খেতে পারে, সে সুযোগটা সৃষ্টি করা।’

তিনি বলেন, ‘কর্মসংস্থানের কথা আমরা বলেছি, চাকরি দেওয়ার কথা বলিনি। ১০০ কোটি টাকা বরাদ্দ রেখেছি। শিক্ষার কথা বলেছি, প্রযুক্তির শিক্ষা, কারিগরি শিক্ষা, ভোকেশনাল ট্রেনিং। আমরা চাই, ট্রেনিং নিয়ে শিক্ষিত হোক এবং নিজের কাজ নিজে করার সুযোগ পায়।’

প্রধানমন্ত্রী বলেন, ‘১০০টি অঞ্চল তৈরি করছি বা প্রতিনিয়িত প্রজেক্টগুলো করছি। একটা প্রজেক্ট সম্পন্ন হলে কতো মানুষের কাজ হবে, চাকরি হবে। তারা নিজেরা সেখানে কাজ করতে পারবেন, চাকরি হবে। কাজেই আপনার ওই অঙ্ক তো ভুল। সরকারি চাকরির হিসাব করলে তো কর্মসংস্থান হলো না। আপনাকে নিজের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। যেন নিজের কাজ নিজে করতে পারেন, পাশাপাশি অন্যের কাজেরও ব্যবস্থা হবে। সেটাই আমরা বলতে চাইছি।’

সম্পাদনা: অশোকেশ রায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়