শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৫ জুন, ২০১৯, ১২:৫৯ দুপুর
আপডেট : ১৫ জুন, ২০১৯, ১২:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনের বৈদেশিক ঋণে স্বচ্ছতা আনার আহ্বান জানালেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট

নূর মাজিদ : উন্নয়নশীল দেশগুলোকে দেয়া চীনের ঋণ প্রক্রিয়ায় প্রকৃত ঋণের পরিমাণ ও শর্ত স¤পর্কে পরিষ্কার ধারণা দেয়ার আহ্বান জানিয়েছেন, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস। গত শনিবার দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই আহ্বান জানান।

এসময় তিনি বলেন, চীন যেন ঋণ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করে, সেই লক্ষ্যে আমরা দেশটির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি। ঋণের স্বচ্ছতা খুবই তাৎপর্যপূর্ণ, কারণ এই অর্থ সঠিক উন্নয়নে ব্যয় করা হলে তাতে গ্রহীতা দেশ উপকৃত হয়, এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা সম্ভব হয়।

তবে শুধু চীনের জন্যে নয়, বিশ্বের অন্যান্য দ্বাটা দেশের প্রতিও তিনি একই ধরনের ঋণপ্রদান প্রক্রিয়া অনুসরণের আহ্বানও জানান। ম্যালপাস এমন সময় এই আহ্বান জানালেন, যখন চীনের দেয়া ঋণের প্রকৃত অংক নিয়ে পশ্চিমা দেশগুলোর অর্থনীতিবিদদের মাঝে গভীর শঙ্কা কাজ করছে। তাদের দাবী, চীন প্রকৃত ঘোষণার চাইতে অনেক বেশি গোপন ঋণ দিয়ে চলেছে। যা গ্রহীতা দেশগুলোর অর্থনীতিকে দেনার চাপে ফেলতে পারে।

এই বিষয়ে নিজের অবস্থান খোলাসা করেছেন ম্যালপাস। তিনি বলেন, যদি ঋণ দেয়ার সময়েই অনেক বিষয় গোপন রাখা হয়, তাহলে অন্যান্য দ্বাটা দেশ এবং সংস্থা ঋণগ্রহীতা দেশের প্রকৃত দেনা স¤পর্কে সঠিক ধারণা লাভ করতে পারেনা। ফলে ওই দেশের ব্যবসায়ে বিনিয়োগ করাও বিদেশী পুঁজি নিবেশকারীদের জন্য কঠিন হয়ে পড়ে। কারণ বিদেশী লগ্নিকারীরা দাতা সংস্থাগুলোর প্রকাশিত অর্থনৈতিক তথ্যাবলির উপর অনেকাংশেই নির্ভর করেন। এর প্রেক্ষিতে গ্রহীতা দেশে বিনিয়োগ ও ব্যবসা কমে এবং এই অবস্থায় অন্য দাতাদের পক্ষে নতুন ঋণ দেয়াও সম্ভব হয়না।

এই বিষয়ে বিশ্বের অন্যান্য দাতাদের উদ্বেগ দূর করতে চীনকে প্যারিস ক্লাবে যোগ দেয়ার পরামর্শ দেন ম্যালপাস। এটি বিশ্বের ডাটা দেশগুলোর একটি অঘোষিত জোট, যেখানে তারা নিজেদের মাঝে বৈদেশিক ঋণ এবং সাহায্য হিসেবে দেয়া অর্থের তথ্য বিনিময় করে থাকে।

এর আগে, গত সপ্তাহে জাপানের জি-২০ দেশগুলোর অর্থমন্ত্রীদের বৈঠকেও বিষয়টি আলোচনা করা হয়। এই সময় জোটের দাতা দেশগুলো তাদের নিজস্ব ঋণ প্রক্রিয়ায় স্বচ্ছ ব্যবস্থাপনার অঙ্গীকার করে, এক যৌথ বিবৃতিতে স্বাক্ষর করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়