শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১৫ জুন, ২০১৯, ১২:৫০ দুপুর
আপডেট : ১৫ জুন, ২০১৯, ১২:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিডিয়া মালিকদের খেলাপিঋণের হিসাব ও প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের টুকিটাকি

বিশ্বজিৎ দত্ত: সংবাদপত্র ও মিডিয়ার যেসব মালিক ব্যাংকের ঋণ নিয়ে খেলাপি হয়েছেন, সবার আগে তাদের তালিকা করার কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পুরো বাজেট পড়লেন প্রধানমন্ত্রী
বাজেট প্রস্তাবনার দিন প্রধানমন্ত্রী সংসদে পড়েছিলেন অর্ধেক বাজেট। শুক্রবার বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি পড়লেন সংক্ষেপে সম্পূর্ণ বাজেট।

সাউন্ড সমস্যা
বাজেটোত্তর সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্বে সাউন্ড সমস্যা দেখা দেয়। প্রধানমন্ত্রী কয়েকবার সাউন্ড ঠিক করতে বলেন। কিন্তু সাউন্ড আর ঠিক হয়নি। পরে লিখিত প্রশ্নের উত্তর দেন তিনি।

যে সাংবাদিক ছাত্রলীগ ছিলেন
সংবাদ সম্মেলনে একজন টিভি সাংবাদিক প্রধানমন্ত্রীকে বলেন, ‘আপা আমি ছাত্রলীগের কর্মী ছিলাম।’ অন্যজন বলেন, ‘আপনি মায়ের মতো।’ প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আপনাদের বক্তব্য কিছুই শুনতে পারিনি।’

প্রধানমন্ত্রীর ঠাণ্ডা
বাজেট প্রস্তাবনার দিন বৃহস্পতিবার প্রধানমন্ত্রী বলেছিলেন, তার ঠাণ্ডা লেগেছে। শুক্রবারও তার ঠাণ্ডার রেশ ছিল। তার কণ্ঠস্বর প্রায়ই ঠাণ্ডার কারণে ভেঙে যাচ্ছিল। তিনি গলা পরিস্কার করতে দুইবার পানি খান।

বক্তব্যে হাততালি
প্রধানমন্ত্রী যখন বাজেট পড়ছিলেন সে সময় হাততালি পড়ছিল। একসময় তিনি বলেন, ‘ছেলেরাও হাত তালি দেয় কি না দেখছিলাম। কিন্তু একটু কম মনে হচ্ছে।’

চিনিতে শুল্ক
প্রধানমন্ত্রী চিনিতে শুল্ক বাড়ানোর বিষয়ে বলেন, চিনি বেশি খেলে ডায়াবেটিস হয়। এজন্য চিনিতে শুল্ক বাড়ানো হয়েছে।

কালো টাকা ও সততা
কালো টাকা প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, আগে কালো টাকা হিসাবে আনতে হবে। এর জন্য সুযোগ দেয়া হয়েছে। কারণ, দেশে কালো টাকার স্তুপ রয়েছে। পরে সৎ করদাতাদের বিষয়ে বলেন, সৎদের কোনো পরীক্ষা দিতে হয় না। তাদের মানসিক শক্তি থাকে। সৎ টাকার মালিকদের কোনো সমস্যা হবে না। সেদিকে খেয়াল রাখা হবে।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর ফোন
বাজেট পড়ার সময় প্রধানমন্ত্রীর মোবাইল ফোন হঠাৎ বেজে ওঠে। এ সময় তিনি কিছুক্ষণ সময় নেন। ফোনকলটি দেখে পরে তিনি আবার বাজেট পড়েন।

সম্পাদনা: অশোকেশ রায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়