শিরোনাম

প্রকাশিত : ১৪ জুন, ২০১৯, ০৬:৩৬ সকাল
আপডেট : ১৪ জুন, ২০১৯, ০৬:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৫ বার রক্তদান করে তৃপ্ত ঢাবি শিক্ষার্থী আফসানা ছপা

নুর নাহার : বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম অনুযায়ী সুস্বাস্থ্যের অধিকারী সব মানুষই স্বেচ্ছায় রক্তদান করতে পারে কিন্তু সাধারণ মানুষের মধ্যে এখনো কিছু বিভ্রান্তি রয়েছে। বিশেষজ্ঞরা বলেন, নিয়মিত রক্তদানের ক্ষেত্রে কোনো বয়সের সীমারেখা নেই। বিবিসি বাংলা -৭.৩০

রক্ত দেয়ার বিষয়ে সচেতনতা বাড়াতে প্রতি বছর ১৪ই জুন বিশ্ব রক্তদান দিবস পালিত হয়ে আসছে।

গত কয়েক বছর ধরে রক্ত দিয়ে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী আফসানা ছপা। তিনি বলেন, আমি যখন চট্টগ্রাম সরকারি কমার্স কলেজে পড়ি, তখন থেকে আমার আগ্রহ জাগে এবং রক্তদান শুরু। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর বাধন সংগঠনের সাথে যুক্ত হই। আমি শামসুন্নাহার হলে থাকতাম। প্রত্যেকটি হলেই তাদের সংগঠন রয়েছে।

এমন অনেক হয়েছে যখন কেউ রক্ত দিতে রাজি হয় না আমাকে ফোন করেছে আমি দিয়েছি। বিশেষ করে রোজা বা পরীক্ষার সময় অনেকেই ভাবেন যে এ সময় রক্ত দিলে শরীর খারাপ করবে। তিনি বলেন, এ পর্যন্ত প্রায় ১৫ বার রক্ত দিয়েছি।

এখন দ্রুত ও নিরাপদ উপায়ে রক্তদান ব্যবস্থা রয়েছে। অনেকে ভয় পান যে রক্ত দিলে ইনফেকশন হবে। কিন্তু বাধন এটি দেখায় যে রক্ত দিলে কোনো ক্ষতি হয় না। তারা অনেক বেশি সচেতন এবং তাদের কর্মসূচিতে বলে দেয় কিভাবে নিরাপদ উপায়ে রক্ত দেয়া যায়।

আফসানা বলেন, যাদের রক্তদান করি তাদের সাথে অনেক ভালো একটি আত্মীয়তার সর্ম্পক তৈরি হয়ে যায়।
সম্পাদনা : জামাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়