শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৪ জুন, ২০১৯, ০৫:৩৪ সকাল
আপডেট : ১৪ জুন, ২০১৯, ০৫:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রায় অর্ধেক মার্কিন পরিবার ঘর ভাড়া পরিশোধ ও খাবার জোগার করতে পারছে না

রাশিদ রিয়াজ : যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার ২০০০ সালের পর সর্বনিম্ন থাকলেও নাগরিকদের ক্রয়ক্ষমতা দাঁড়িয়েছে নুন আনতে পান্তা ফুরানোর পর্যায়ে। ফলে অধিকাংশ মার্কিন নাগরিক মধ্যবিত্ত জীবন যাপন করতে হিমশিম খাচ্ছে ও ঘর ভাড়া পরিশোধ ও খাবার জোগার করতে পারছে না। ৫১ মিলিয়ন বা ৫ কোটিরও বেশি মার্কিন পরিবার তাদের মাসিক খরচে কুলাতে পারছে না। শিশু লালন পালন, চিকিৎসা, পরিবহন খরচ ও সেল ফোন রাখতে তারা রীতিমত দুশ্চিন্তার মধ্যে পড়েছেন। ইউনাইটেড ওয়ে’র এক জরিপে দেখা গেছে ১৬.১ মিলিয়ন বা দেড়কোটিরও বেশি পরিবার এখন দারিদ্র সীমার মধ্যে আটকা পড়েছে। আর ৩৪.৭ মিলিয়ন বা প্রায় সাড়ে ৩ কোটি পরিবার সংকটে পড়ে আছে। এধরনের পরিবার আধুনিক অর্থনীতির জেরে টিকে থাকতে মৌলিক চাহিদার অনেকটাই পূরণ করতে পারছে না। সিএনএন

জরিপে দেখা যায় অর্থনৈতিক সূচকগুলো ইতিবাচক দেখালেও আর্থিকভাবে পরিবারগুলোর সংগ্রাম এখনো একটি বড় সমস্যা। জরিপ পরিচালক স্টেফানি হুপস বলেন, ক্যালিফোর্নিয়া, নিউ মেক্সিকো ও হাওয়াই’এর ৪৯ শতাংশ পরিবার কঠিন সংগ্রাম করছে। নর্থ ডাকোটায় এ হার সর্বনি¤œ ৩২ শতাংশ। এসব পরিবারের সদস্যরা শিশু পরিচর্যা কর্মী, গৃহপরিচারিকা, অফিস সহকারি বা স্টোর ক্লার্ক হিসেবে কাজ করছেন। যুক্তরাষ্ট্রের ৬৬ শতাংশ কাজের পারিশ্রমিক হচ্ছে ঘন্টায় ২০ ডলার। ২০১৬ সালের হিসেবে চার সদস্যের একটি পরিবারের বছরে খরচ পড়ে ৮৫ হাজার ডলার। ঘন্টায় ৪২.৪৬ ডলার না পেলে এ ব্যয় সংকুলান সম্ভব নয়। খোদ ওয়াশিংটনে ১৪ শতাংশ কাজে পারিশ্রমিক মেলে ঘন্টায় ৪০ ডলার। যদিও সিয়াটল শহরের সিটি কাউন্সিল ক্রমবর্ধমান গৃহহারা লোকজনের জন্যে সাশ্রয়ী মূল্যে বাসস্থানের ব্যবস্থা করতে বড় ধরনের ব্যবসার ওপর কর আরোপ করলেও তা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়