শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ১৪ জুন, ২০১৯, ০৩:৪৮ রাত
আপডেট : ১৪ জুন, ২০১৯, ০৩:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডাক্তার নিগ্রহের প্রতিবাদে সরব ফিরহাদ কন্যা

রক্তিম দাস, কলকাতা : এনআরএস হাসপাতালে ডাক্তার নিগ্রহের প্রতিবাদে সরব হলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের কন্যা । তৃণমূল নেতৃত্বের ‘নীরবতা’ দেখে ‘লজ্জিত’ কলকাতার ফিরহাদ হাকিমের কন্যা শাব্বা হাকিম । নীলরতন সরকার হাসপাতালে জুনিয়র ডাক্তার নিগ্রহকাণ্ডে সরব হয়েছেন পেশায় ডাক্তার শাব্বা । মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ তথা রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের কন্যার এমন মন্তব্যে যথারীতি সর গরম রাজ্য রাজনীতি ।

এনআরএস হাসপাতালে ডাক্তার নিগ্রহে এই মুহূর্তে অগ্নিগর্ভ রাজ্য । মুকুল রায়ের দাবি, তৃণমূলের নেতৃত্বে এই কাণ্ড ঘটেছে এবং একটি বিশেষ সম্প্রদায়কে আড়াল করতে চাইছে শাসক দল । বামেরাও এই ঘটনায় প্রশাসনিক ব্যর্থতার দায় চাপিয়েছে তৃণমূল সরকারের উপর । আর এসবকে ছাপিয়ে দলের তরফে সাংবাদিক বৈঠক করতে বসে স্বয়ং মমতার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় আহত ডাক্তার পরিবহ মুখোপাধ্যায়ের নামটাই সঠিকভাবে উচ্চারণ করে উঠতে পারেননি । ফলে এই ইস্যুতে সব মিলয়ে রীতিমতো ব্যকফুটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার । আর ঠিক এই সময়ে নিজেকে তৃণমূল সমর্থক বলে দাবি করে মেয়র কন্যার এমন মন্তব্য প্রশ্নাতীতভাবে অস্বস্তিতে ফেলেছে ঘাসফুল শিবিরকে ।

বুধবার রাতে একটি ফেসবুক পোস্টে ডাঃ শাব্বা হাকিম লিখেছেন, ‘এ রাজ্যের সরকারি ও অধিকাংশ বেসরকারি হাসপাতালে আউটডোর বয়কট করেছেন ডাক্তাররা । কিন্তু জরুরি বিভাগে আমরা কাজ চালিয়ে যাচ্ছি । মানবিকতার খাতিরেই আমরা অন্য পেশার মতো কাজ বন্ধ করতে পারি না। যদি বাস বা ট্যাক্সি ধর্মঘট হয়, তবে একজন ট্যাক্সি চালক-বাসচালকও আপনাকে পরিষেবা দেবেন না, সে পরিস্থিতি যাই হোক না কেন ।

যাঁরা বলছেন, ‘অন্য রোগীদের কী দোষ ?’ তাঁরা দয়া করে সরকারকে জিজ্ঞেস করুন, সরকারি হাসপাতালে পুলিশ মোতায়েন থাকলেও তাঁরা কেন ডাক্তারদের নিরাপত্তা দিতে পারলেন না ? দয়া করে জিজ্ঞেস করুন, যখন ২টি ট্রাকে করে গুন্ডারা এল, কেন সঙ্গে সঙ্গে বাড়তি ব্যবস্থা নেওয়া হল না ? কেন হাসপাতাল চত্বরে এখনও গুন্ডারা ঘুরে বেড়াচ্ছে ? শান্তিপূর্ণভাবে আন্দোলন করার অধিকার রয়েছে আমাদের । নিরাপদে কাজ করার অধিকার রয়েছে আমাদের’। এরপরই আত্মসমালোচনার সুরে ফিরহাদ কন্যা ‘বিশেষ দ্রষ্টব্য’ সহকারে লেখেন, ‘একজন তৃণমূল সমর্থক হিসেবে আমাদের নেতৃত্বের নীরবতা দেখে আমি খুবই লজ্জিত’। শাব্বার এই লেখা নিয়েই চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

নীলরতন সরকার হাসপাতালে রোগী মৃত্যুকে ঘিরে এই মুহূর্তে উত্তাল রাজ্যের চিকিৎসক মহল । সোমবার রাতে অশীতিপর মহম্মদ সঈদের মৃত্যু হয় । পরিজনদের অভিযোগ, চিকিৎসার গাফিলতিতেই রোগীর মৃত্যু হয়েছে। এরপরই জুনিয়র ডাক্তারদের মারধর করা হয়। নিহত রোগীর পরিজনদের বিরুদ্ধে জুনিয়র ডাক্তার পরিবহ মুখোপাধ্যায়কে অমানবিক আক্রমণের অভিযোগ ওঠে । এই মুহূর্তে কলকাতারই এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি । আরেক প্রহৃত চিকিৎসক যশ টেকওয়ানিও এই মুহূর্তে নীলরতন সরকার হাসপাতালেই চিকিৎসাধীন ।

বুধবার সাংবাদিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশে থাকার আশ্বাস দিলেও তা কাজে আসেনি। সেই প্রেক্ষাপটে মমতার বন্দ্যোপাধ্যায়েরই অত্যন্ত আস্থাভাজন ফিরহাদ হাকিমের মেয়ের এহেন ফেসবুক পোস্ট তাৎপর্যপূর্ণ বলেই মত রাজ্যের বিশিষ্ট মানুষদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়