শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ১৪ জুন, ২০১৯, ০৩:৩৮ রাত
আপডেট : ১৪ জুন, ২০১৯, ০৩:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বড় বাজেটের জন্য সরকারকে অভিনন্দন, জনকল্যাণমূলক কাজ যেন বন্ধ না হয়, বললেন জিএম কাদের

ইউসুফ বাচ্চু : জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, এবারের বাজেট বড় হয়েছে এজন্য সরকারকে অভিন্দন জানাই এবং এটা জনগণের কল্যাণে হবে আমরা আশা করছি। বাজেটে ঘাটতি যেটা রয়েছে সেটাও বিশাল আকারের এবং সেটা আরো বাড়তে পারে সামনে।

বৃহস্পতিবার সন্ধ্যায় বাজেট পরবর্তী প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সরকার যে রাজস্ব আয়ের টার্গেট দিয়েছে তা বিশাল। ৩৬-৩৭ ভাগ টার্গেটের চেয়ে বেশী। এই টার্গেট এসিভ করতে চ্যালেঞ্জও আছে। সরকার যদি টাকা যোগাড় না পারে তাহলে অনেক জনকল্যাণমূলক বাজেট কাট-ছাট হতে পারে। যেমন স্বাস্থ্যখাত, শিক্ষাখাত, সামাজিক নিরাপত্তায়। যদি অর্থ সংকুলান না হয় তাহলে জনগণের কাছে যে ওয়াদা তা তারা পাবে না। এখানে একটা সমস্যা হতে পারে।

আর অর্থ সংগ্রহ করতে গিয়ে সরকার যদি ব্যাংক থেকে ঋণ নেয়, তারল্য সংকট হতে পারে সেটা আমরা শুনছি। সেটা আরো ঘনিভূত হতে পারে। বিনিয়োগে নেতিবাচক প্রভাব পড়তে পারে। অন্য কোন খাত থেকে যেমন, সঞ্চয়পত্র থেকে টাকা নিলে সেখানে চড়াসুদ দিতে হবে যেটা অর্থনীতির উপর একটা প্রভাব পরতে পারে। এগুলো আমরা প্রাথমিকভাবে পর্যবেক্ষন করছি।

আমরা আশা করছি সরকার জনকল্যাণমূলক কোন কাজ যেন বন্ধ না হয় ব্যাংকের তারল্য সংকট না হয় সেদিকে খেয়াল রাখবে। যেন উচ্চ সুদে ঋণ না নেয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়