শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৩ জুন, ২০১৯, ১১:৪৯ দুপুর
আপডেট : ১৩ জুন, ২০১৯, ১১:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উত্তরপ্রদেশ বার কাউন্সিলের প্রথম মহিলা সভাপতিকে গুলি করে হত্যা

আবদুল অদুদ : ভারতের উত্তরপ্রদেশ বার কাউন্সিলের প্রথম মহিলা সভাপতি নির্বাচিত হয়ে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে বুধবার আগরা আদালত চত্বরে সহকর্মীর গুলিতে নিহত হয়েছেন দরবেশ যাদব। পরে ওই সহকর্মী আত্মহত্যার চেষ্টা করেন। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। -এনডিটিভি

নিহত দরবেশ যাদব দুইদিন আগে বার কাউন্সিল সভাপতি পদে নির্বাচিত হন। ভারতীয় গণমাধ্যম জানায়, উত্তরপ্রদেশ বার কাউন্সিলের সভাপতি নির্বাচিত হওয়ার পর দরবেশের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুপুর আড়াইটার দিকে অনুষ্ঠানেই হঠাৎ গুলি চালান মণীশ শর্মা নামে এক আইনজীবী।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, পর পর তাকে তিনটি গুলি করা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বার কাউন্সিলের ওই সভাপতির। এর পর সহকর্মী মণীশ শর্মাও আত্মহত্যার চেষ্টা করেন।

পরে তাদের দুজনকেই উদ্ধার করে প্রথমে পুষ্পাঞ্জলি মিউনিসিপ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দরবেশকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। অন্যদিকে আশঙ্কাজনক অবস্থায় মণীশকে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

এ বিষয়ে আগ্রার অতিরিক্ত পুলিশ সুপার প্রবীণ বর্মা বলেন, মণীশ তার লাইসেন্সকৃত পিস্তল দিয়ে গুলি চালান। অস্ত্রটি পুলিশ জব্দ করেছে। তবে খুনের কারণ স্পষ্ট নয়, তদন্ত করছে পুলিশ। ঘটনার পরপরই আদলত চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনার নিন্দা জানিয়েছে বার কাউন্সিল অব ইন্ডিয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়