শিরোনাম
◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের

প্রকাশিত : ১৩ জুন, ২০১৯, ১০:০৮ দুপুর
আপডেট : ১৩ জুন, ২০১৯, ১০:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাসপাতাল থেকে সংসদে অর্থমন্ত্রী

মাসুদ আলম : জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সেখান থেকে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার পর সংসদের উদ্দেশ্যে রওনা দেন। দুপুর ১টা ২০ মিনিটের দিকে তিনি সংসদ চত্বরে উপস্থিত হন। অসুস্থতা নিয়েই সংসদে প্রস্তাবিত ২০১৯-২০ অর্থবছরের বাজেট উপস্থাপনা করেন। এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় জ্বরে আক্রান্ত হয়ে অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন তিনি।

অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম জানান, মেডিকেল চেকআপের জন্য হাসপাতালে ছিলেন অর্থমন্ত্রী। এখন সুস্থ আছেন। আজ বিকেলে জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন তিনি।
হাসপাতাল সূত্রে জানা গেছে, অর্থমন্ত্রী জ্বরে আক্রান্ত হয়ে অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। গত কয়েকদিন ধরে রুটিন মেডিকেল চেকআপের জন্য অ্যাপোলো হাসপাতালে যাচ্ছেন তিনি। বুধবার রাত থেকে হাসপাতালে ছিলেন। সেখান থেকেই সরাসরি সংসদে যান অর্থমন্ত্রী। এসময় মন্ত্রীর সঙ্গে তার দেহরক্ষী ও ব্যক্তিগত সহকারি ছিলেন। তবে বড় ধরনের কোনো সমস্যা নেই।

এর আগে অর্থমন্ত্রীর মেয়ে নাফিজা কামাল বলেন, ডেঙ্গু জ¦র নয় জ্বরে আক্রান্ত তিনি। তবে তিনি এখন মোটামুটি ভাল আছেন। তিনি চিকিৎসকের ফলোআপে রয়েছেন। সম্পাদনা : মুসবা তিন্নি

  • সর্বশেষ
  • জনপ্রিয়