শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ১৩ জুন, ২০১৯, ০৮:২০ সকাল
আপডেট : ১৩ জুন, ২০১৯, ০৮:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চ্যালেঞ্জের মুখে সৌদির জন্য ৮শ কোটি ডলারের মার্কিন অস্ত্রচুক্তি

আব্দুর রাজ্জাক : আন্তর্জাতিক সম্প্রদায় ও অধিকার সংগঠনগুলোর আপত্তি সত্ত্বেও সম্প্রতি জরুরি অবস্থা জারি করে সৌদির জন্য ৮শ কোটি ডলারের অস্ত্রচুক্তি অনুমোদন দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অস্ত্রচুক্তিটি অনুমোদনে মার্কিন কংগ্রেসকে উপেক্ষা করায় বিষয়টিতে ব্যাপক সমালোচনা হয়েছে। এমনকি তা বাতিল করতে বুধবার ট্রাম্পের জরুরি অবস্থা জারির ক্ষমতা যাচাই করার উদ্যোগ নেয়া হয়েছে। আল-জাজিরা, মিডল ইস্ট আই

বুধবার মার্কিন কংগ্রেসে ট্রাম্পের ওই অস্ত্রচুক্তি অনুমোদনের ব্যাপক সমালোচনা করা হয়। আন্তর্জাতিক সমালোচনা ও ইয়েমেনে হত্যাযজ্ঞ সত্ত্বেও সৌদি আরবের কাছে বিশাল অংকের অস্ত্র বিক্রির অনুমোদন দেয়ায় অধিকার সংগঠনগুলোর সঙ্গে মারাত্মকভাবে ক্ষুব্ধ হয় মার্কিন কংগ্রেসও। চুক্তিটি অনুমোদনে কংগ্রেসের ভোট না নেয়ায় সদস্যরা আগামী সপ্তাহে এর বিপক্ষে ভোট দেবেন।

হাউজ প্যানেলের ডেমোক্রেট সদস্যরা বলেন, ট্রাম্প অস্ত্রচুক্তিটি অনুমোদনের মাধ্যমে মূলত জরুরি অবস্থার আইন লংঘন করেছেন। ইরানের সঙ্গে উত্তেজনা রয়েছে কিন্তু তা জরুরি অবস্থা জারির পর্যায়ে নয়। তাই ট্রাম্পের ওই সিদ্ধান্ত সৌদির মানবাধিকার লংঘন ও ইয়েমেনে সাধারণ নাগরিকদের হত্যাযজ্ঞকে মেনে নেয়ার বার্তা দেয়।

হাউজের বিদেশ বিষয়ক কমিটির চেয়ারম্যান এলিয়ট এঞ্জেল বলেন, ‘কোনো জরুরি অবস্থা নেই। এটা একটি নকল পরিস্থিতি যা উদ্দেশ্য প্রণোদিতভাবে তৈরি করা হয়েছে। এবং এতে স্পষ্টতই আইনের অপব্যবহার করা হয়েছে।’ সম্পাদনা : রাশিদ রিয়াজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়